প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, তা প্রায় সকলেই জানে। তবে বাংলায় কবে এসআইআর হবে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে, তা তাদের একাধিক পদক্ষেপের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এই এসআইআরের বিরোধিতা করে একের পর এক হুমকি, হুঁশিয়ারি দিয়েই চলেছেন। পাল্টা আতঙ্কেই তাদের এই ধরনের মন্তব্য বলে দাবি করছে বিরোধীরা। আর এই সমস্ত কিছুর মধ্যেই চলতি মাসেই বড় পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এসআইআর এখনও পর্যন্ত সরকারিভাবে পশ্চিমবঙ্গে চালু হয়নি। তবে বিহারের মত বাংলাতেও এসআইআর চালু হবে এবং এসআইআর না হলে বাংলায় ভোটার লিস্ট তৈরি হবে না। আর ভোটার লিস্ট তৈরি না হলে সঠিক সময় ভোট হবে না। আর সঠিক সময় ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলে একের পর এক সভা থেকে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল যখন এসআইআরের বিরোধিতা করছে, তখন পাল্টা নো এসআইআর, নো ইলেকশন বলে স্লোগান তুলছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার পাওয়া গেল বড় খবর।
জানা গিয়েছে, চলতি মাসের শেষেই বড় পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে এসআইআরের আবহে চার রাজ্যকে নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছে দিল্লি। যেখানে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলা, বিহার, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশের সিইওদের নিয়ে একটি বৈঠক করা হবে। আর এই খবর সামনে আসার পরেই গুঞ্জন তৈরি হচ্ছে যে, হয়ত এই বৈঠকের পরেই বাংলায় সরকারিভাবে শুরু হয়ে যেতে পারে এসআইআর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।