প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে কেন্দ্রের যে সরকার রয়েছে, তারা কোনোরূপ রাজনীতি দেখে না। বিরোধী দলের দখলেও কোনো রাজ্য থাকলে সেখানেও তারা উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক বিজেপি বিরোধী শাসিত রাজ্যে কেন্দ্রের উন্নয়ন পৌঁছে গেলেও, একমাত্র ব্যতিক্রম দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে শুধুমাত্র রাজনীতিকরনের জন্য তৃণমূল সরকার কেন্দ্রের উন্নয়ন মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না বলে অতীতে অভিযোগ করেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। আর আজ সাংবাদিক বৈঠক থেকে সেই বিষয়টি তুলে ধরেই অন্যান্য রাজ্যে উন্নয়নের কাজে কোনো অসুবিধা না থাকলেও, কেন বাংলাতেই তা আটকে রয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই রাজ্যের বুকে বারবার করে অভিযোগ উঠেছে, তৃণমূল সরকার সঠিকভাবে উন্নয়নের কাজ করছে না। এমনকি কেন্দ্রের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য, সেই প্রকল্পের সুবিধাও তারা মানুষকে পেতে দিচ্ছে না। কিছুদিন আগেই রাজ্যে এসে সেই বিষয়ে সোচ্চার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার বিজেপি বিরোধী অনেক রাজ্যে উন্নয়ন পৌঁছে গেলেও, কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ এক্ষেত্রে বাদ রয়েছে, সেই প্রসঙ্গ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রীতিমত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি বলেন, “ভারত সরকার পুরো দেশে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। সব জায়গায় পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে। কিন্তু শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গেই সেই কাজ আটকে যাচ্ছে? তামিলনাড়ু, তেলেঙ্গানায় কেন সমস্যা হচ্ছে না? অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন উত্তরপ্রদেশেও সমস্যা হয়নি?” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডি জোটে রয়েছেন, সেখানে বিজেপি বিরোধী কণ্ঠস্বর হিসেবে অন্যতম নেতা হিসেবে রয়েছেন অখিলেশ যাদব। কিন্তু একসময় তার সরকার উত্তরপ্রদেশে ছিল। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু সেই সময়ও কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের কাজ উত্তরপ্রদেশে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সামনে আসেনি। তবে শুধুমাত্র রাজনীতিকরনের জন্য পশ্চিমবঙ্গে যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের কাজ আটকে যাচ্ছে, সেই বিষয়টি তুলে ধরে রীতিমত গর্জে উঠলেন অমিত শাহ।