প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্য রাজনীতিতে বিতর্ক এবং আব্দুর রহিম বক্সী যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত তিনি প্রত্যেকটি সভা, সমিতি থেকে বিরোধী দলের উদ্দেশ্যে হুমকি, হুঁশিয়ারি দিয়েই চলেছেন। কখনও তাদের হাত পা ভেঙে দেওয়া, আবার কখনও বা তাদের মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার মত হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তৃণমূলের এই বিধায়ককে। তবে তৃণমূলের এই বিধায়ক যদি ভেবে থাকে যে, তিনি এই রকম করে হুমকি দেবেন, আর সবাই সবকিছু সহ্য করে নেবে, তাহলে তিনি ভুল করছেন। এভাবেই যদি চলতে থাকে, তাহলে ও যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে‌। পাল্টা হুশিয়ারি দিয়ে তেমনটাই বললেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

বর্তমানে গোটা রাজ্যজুড়ে তৃণমূলের বেশ কয়েকজন নেতা রয়েছেন, যারা কোনো কিছুর পরোয়া করেন না। প্রকাশ্যেই তারা বিরোধী দলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের যা ইচ্ছে তাই বলে আক্রমণ করেন। এমনকি নির্বাচনের আগে তাদের ক্রমাগত হুমকি, হুঁশিয়ারি বিরোধীদের মধ্যেও প্রশ্ন তৈরি করেছে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর একের পর এক হুমকি, হুঁশিয়ারি নিয়ে তাকে পাল্টা জবাব দিয়েছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলেই জেলে ঢোকানো হবে এই তৃণমূল বিধায়ককে। তবে কথায় আছে, “যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল”, ঠিক তেমনই তৃণমূলের বিধায়ক যে কায়দায় হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন, তাকে তার কায়দাতেই পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর একের পর এক মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, “আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলব, ইমিডিয়েট এই তৃণমূল বিধায়কের সিকিউরিটি জেড প্লাস করে দিন। যেভাবে লোককে ধমকায়, যেভাবে লোককে গালাগালি করে, ওর মত একটা চুনোপুঁটি লোক, যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে। ওকে লোক কোন সময় পিটিয়ে মেরে দেবে, তার কোনো ঠিক নেই। শত্রুতার একটা লিমিট থাকে। এ তো সবাইকে খোঁচা মারে। ভাবছে, ও মালদাতে বসে আছে, ওকে কিছু করবে না। মূর্খের স্বর্গে বাস করছে। অপারেশন সিঁদুর দেখেছি। এখান থেকে জঙ্গি ঘাটি উড়িয়ে দিলো। আর ও বলছে, এই করবে, ওই করবে। তাই আমি বলছি, সিকিউরিটি বাড়িয়ে দিন। না হলে পরে বলবেন, অর্জুন সিং এই করে দিয়েছে, ওই করে দিয়েছে।”