প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল মানেই একটি দুর্নীতিগ্রস্ত দল। বারবার করে সেই অভিযোগ করতে দেখা যায় বিরোধীদের। এমনকি শুভেন্দু অধিকারী মাঝেমধ্যেই অভিযোগ করেন যে, টাকার বিনিময়ে তৃণমূলের পদ বিক্রি করা হচ্ছে। গোটা সমাজ ব্যবস্থায় পচন ধরিয়েছে ভাইপো কালচার। সম্প্রতি এই অভিযোগও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তার মাঝেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তৃণমূলের বিভিন্ন নেতা থেকে শুরু করে মুখপাত্রদের ২০২৬ এর বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এক ব্যক্তি। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হলো তাকে। কিন্তু কে সেই ব্যক্তি! যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে টাকা তোলার চেষ্টা করছেন?

জানা গিয়েছে, গতকাল পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে শেখ নাজমুল হুদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শেক্সপিয়ার থানার পুলিশ। মূলত, এই ব্যক্তির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তৃণমূলের বেশ কিছু নেতা থেকে শুরু করে মুখপাত্রদের কাছে ২৬ নির্বাচনের টিকিট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি সেই টিকিট দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। যার পরিপ্রেক্ষিতেই এদিন হাওড়ার বাসিন্দা এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই রাজ্যজুড়ে চুরি, দুর্নীতি থেকে শুরু করে অপরাধ প্রবণতার সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার শাসকদলের শীর্ষ নেতার নাম করেও প্রতারণা শুরু হয়ে গেল। স্বাভাবিকভাবেই এত বড় সাহস কোথা থেকে পাচ্ছেন এই সমস্ত অপরাধীরা, সেটাই মূল প্রশ্নের বিষয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টিকিট দেওয়ার নামে টাকা নেওয়ার চেষ্টার অভিযোগে যে ব্যক্তি গ্রেপ্তার হলেন, তার কাছ থেকে আর কি কি তথ্য উদ্ধার করে পুলিশ, সেদিকেই নজর থাকবে সকলের।