প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অন্যান্য দিনের মতই শুনানি চলছিল। আর হঠাৎ করেই চলে এলো ভয়ঙ্কর খবর। আর সেই খবরে পরিমড়ি করে সমস্ত কিছু ছেড়ে বিচারপতি থেকে শুরু করে আইনজীবীরা বাইরে বের হতে শুরু করলেন। খবরটা কি? ইমেইল মারফত খবর এসেছে, দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। আর সেই খবরে রীতিমত হইচই পড়ে গিয়েছে গোটা হাইকোর্ট চত্বরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বোম্ব স্কোয়াড।

বলা বাহুল্য, কিছুদিন আগেই দিল্লির ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি খবর আসে। যেখানে জানানো হয় যে, ৩৪ টি মানব বোমা ঘোরাফেরা করছে। মুহূর্তের মধ্যে হইচই করে যায় গোটা দিল্লি জুড়ে। আর এবার সেই দিল্লি হাইকোর্টে শুনানি চলার সময় বোমাতঙ্কে খবরের রীতিমত ঘুম উড়ে গিয়েছে আদালত চত্বরে থাকা বিচারপতি থেকে শুরু করে আইনজীবী এবং সাধারণ মানুষের। সকলেই বর্তমানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে এই বোমাতঙ্কের খবর পেয়ে বিন্দুমাত্র দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। যেখানে তল্লাশি চালানোর কাজ শুরু করেছে তারা।

বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন সময়ই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, এইরকম হুমকি ফোন দিয়ে পরিস্থিতিকে আরও আতঙ্কগ্রস্ত করে দেওয়া হয়। ফলে সেরকম কোনো ঘটনা নয় তো? তবে যাই হোক না কেন, দিল্লি হাইকোর্টের মত স্পর্শকাতর জায়গায় যেভাবে ইমেইল মারফত বোমাতঙ্কের কথা জানানো হয়েছে, তাতে নিঃসন্দেহে সকলের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। সকলেই শুনানি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। এখন বোম্ব স্কোয়াড যে তল্লাশি চালাচ্ছে, তাতে কি উঠে আসে এবং শেষ পর্যন্ত কখন পরিস্থিতি স্বাভাবিক হয়, সেদিকেই নজর থাকবে সকলের।