প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আজ ফের বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই বিজেপি নেতাকর্মীরা উজ্জীবিত যে, তিনি ঠিক কি বার্তা দেন! ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে দুর্গাপুরে। যেখানে প্রচুর কর্মী সমর্থকরা মোদীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। তবে নরেন্দ্র মোদী সভায় আসার আগেই হুলুস্থুল কান্ড বেঁধে গেল সেই দুর্গাপুরে।
প্রসঙ্গত, আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরের সভাস্থলে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছেন গোটা রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। তবে তার মাঝেই এলো বড় খবর। যেখানে প্রধানমন্ত্রী সভাস্থলেই অগ্নিকাণ্ড হওয়ার খবরে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়লো এলাকা জুড়ে।
জানা গিয়েছে, দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভাস্থলে ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। যেখানে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর মত হাইপ্রোফাইল ব্যক্তি সভা করতে আসছেন, আর তার আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমত চিন্তায় রাখছে বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। সব মিলিয়ে প্রধানমন্ত্রী আসার আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে সভায় থাকা নেতাকর্মীদের মধ্যে।