প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে দীর্ঘ টালবাহানার পর সম্প্রতি এসএসসির পক্ষ থেকে ১৮০৪ জন দাগি অযোগ্য বলে তাদের নাম প্রকাশ করা হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, এই তালিকা অসম্পূর্ণ, আরও অনেকে এই তালিকার মধ্যে রয়েছেন। তবে সব থেকে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যে, এই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করে রাজ্য এবং এসএসসি বুঝিয়ে দিলো যে, চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। এতদিন তারা যে বিষয়টিকে অস্বীকার করেছে, এবার সেই বিষয়টি একদম স্পষ্ট হয়ে গেল। আর তাকেই হাতিয়ার করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার দাবিতে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এসএসসি পক্ষ থেকে ১৮০৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। যারা দাগি অযোগ্য বলেই জানানো হয়েছে। আর সেই তালিকাকে হাতিয়ার করেই বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে, এতদিন ধরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিল রাজ্য এবং এসএসসি। কিন্তু এই তালিকা প্রকাশের মধ্যে দিয়েই স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে। তাই এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত, যে সমস্ত নেতারা তাকে প্রশ্রয় দিয়েছেন, অবিলম্বে তাদের শাস্তির মুখে পড়তে হবে। ‌আর সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতই এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। ঠিক কি বললেন তিনি?

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “এসএসসি ল্যাম্পপোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে অথবা ১৪ তলা থেকে। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো, ১৮০৪ জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। ৩০০০ প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা জেলে যেতে পারেন, তাহলে কেন মমতা ব্যানার্জি নয়? এক্ষেত্রে এসএসসির যে স্বশাসিত বিষয়, সেটা তুলে নেওয়া হয়েছিল। আপনারা এসএসসিকেও দায়ী করতে পারবেন না। পার্থ চট্টোপাধ্যায় ২০১৩ সালে আসার পর থেকে যে রিজিওনাল অফিসগুলো ছিল, সেগুলো তুলে নিয়ে সব সেন্ট্রালি করে দিয়েছিলেন।”