প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এই রাজ্যে যে অবৈধ নিয়োগ হয়েছে, তা ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে যে অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে দিয়ে স্পষ্ট বলেই দাবি করছে বিরোধীরা। আর এসবের মধ্যেই ফের এসএসসির পক্ষ থেকে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাতে আর মাত্র একটা দিন। তারপরেই আগামী রবিবার এসএসসি নবম, দশমীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তার আগেই এবার টাকার বিনিময়ে প্রশ্ন পত্র ফাঁস হচ্ছে বলেই বড় তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এসএসসির প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বড় মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “চাকরি চুরির পরে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকায় এসএসসির প্রশ্ন বিক্রি হচ্ছে। মমতা প্রশ্ন বিক্রি করবে। বসিরহাটে হচ্ছে। আমার কাছে অডিও টেপ রয়েছে। ওএমআরএ ফাঁকি দিতে পারবে না বুঝেই এবার প্রশ্ন বিক্রি। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে। তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল। আরও নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই এসএসসি পরীক্ষায় বসার আগে যারা পরীক্ষার্থী, তারা রীতিমত চিন্তার মধ্যে রয়েছেন। তাদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, আবার তাদের সঙ্গে বঞ্চনা হবে না তো? কারণ যে দুর্নীতি তারা লক্ষ্য করেছে, তাতে পরীক্ষায় বসে কি লাভ, তা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করছেন। তবে পারিবারিক পরিস্থিতি এবং নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সকলেই পরীক্ষায় বসতে চাইছেন। কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারী যেভাবে প্রশ্নপত্র টাকার বিনিময় ফাঁস করার তথ্য প্রকাশ্যে আনলেন, তাতে যদি সেটা সত্যি হয়, তাহলে পরীক্ষায় বসে কি লাভ হবে, সেই চিন্তায় রীতিমত ঘুম উড়ছে পরীক্ষার্থীদের।