প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
৩৪ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন, তার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃণমূল ক্ষমতায় এলে বদলা নয়, বদল চাই। কিন্তু পরিবর্তনের পর বর্তমানে যে বাংলা দেখা যাচ্ছে, তাতে সবথেকে বেশি যে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ওপর বদলের থেকে বেশি বদলা নিয়েছে, তা এই রাজ্যে দলতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়েই ক্রমশ স্পষ্ট হচ্ছে বলেই দাবি করছে বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস মুখে এক বলে, কিন্তু কাজে আর এক করে। তবে ২৬ এ একটা পরিবর্তনের সম্ভাবনা দিচ্ছে বঙ্গবাসী। তাই রাজ্যে পরিবর্তন হলে এতদিন যেভাবে বিরোধীদের ওপর অত্যাচার করা হয়েছে, যেভাবে বিরোধীদের মিথ্যে মামলা দেওয়া হয়েছে, যেভাবে তাদের প্রত্যেকটি সভা সমিতিতে বাধা দান করার চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রশাসন, তাতে শুধুমাত্র বদল নয়, এবার বদলাও হবে বলে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই রাজ্যের বুকে বর্তমানে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটাই দাবি যে, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় সব থেকে বেশি পক্ষপাত দুষ্ট প্রশাসনের অভিযোগ করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে সব থেকে বেশি বিরোধীদের কর্মসূচি করতে বাধা দেন। প্রত্যেকটি জায়গায় বেছে বেছে যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে হামলা করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বলে অভিযোগ। তাই বদলের থেকে বেশি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আসার পর বদলা হয়েছে বলেই অভিযোগ ওঠে। আর গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন একটি কর্মসূচি থেকে তৃণমূলের উদ্দেশ্যে বদল এবং বদলা দুটোই হবে বলে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী।
বিজেপির দলীয় সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, “এই ছোঁড়ারা শুনে রাখুন, আপনার পিসি বলেছিল, সেদিন স্লোগান ছিল, বদলা নয়, বদল চাই। বিজেপির স্লোগান শুনে রাখুন, বদল হবেড় আর আইনি পথে বদলাও হবে। সুদের আসলে হিসাব আমরা মেটাবো।” অর্থাৎ এতদিন ধরে যেভাবে বিজেপি কর্মীদের সঙ্গে অত্যাচার হয়েছে, যেভাবে তাদের মিথ্যে মামলা দেওয়া হয়েছে, যেভাবে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ, তাতে বদল এবং বদলা ক্ষমতায় এলে দুটোই হবে বলে তৃণমূলকেই বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।