প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ক্লাবগুলোকে অর্থ দেওয়া নিয়ে বিরোধীরা প্রশ্ন করেছিল, তখন বলেছিলেন যে, ক্লাবগুলো সামাজিক সংগঠন। তাদের সমাজ রক্ষার ক্ষেত্রে অনেক দায়িত্ব আছে, তাই তাদের পাশে থাকছে রাজ্য সরকার। সেদিক থেকে সামাজিক ক্ষেত্রে অনেক ক্লাবই তাদের অবদান রেখেছে। তবে উৎসবের মরসুম শেষ হতে না হতেই উত্তরবঙ্গে শুরু হয়েছে দুর্যোগ। সরকারের কাছ থেকে অর্থ না নিয়েও দাপটের সঙ্গে নামী পুজো করলেও, এবার সেই পুজো শেষে সামাজিক ক্ষেত্রে বড় অবদান রাখলো সন্তোষ মিত্র স্কোয়ার। যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে বাধাদান করতে বারবার পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলেছে শুধুমাত্র বিজেপি নেতা সজল ঘোষের পুজো হওয়ার কারণে, এখানে যাতে মানুষ না আসে, তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর এবার উত্তরবঙ্গের দুর্যোগের সময় নিজের ক্লাবকে নিয়েই অর্থ সংগ্রহে নেমে পড়লেন এই বিজেপি নেতা।
বলা বাহুল্য, ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা বিপর্যয়ে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। অনেক মানুষের মৃত্যু হয়েছে। অনেক পরিবার নিজেদের মাথার ছাদটুকু হারিয়ে ফেলেছেন। স্বাভাবিকভাবেই প্রশাসন তাদের কি সহযোগিতা করছে, তা নিয়ে এমনিতেই প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও অর্থ সংগ্রহ করা হচ্ছে। আর তার মধ্যেই এবার সন্তোষ মিত্র স্কোয়ার, যা কলকাতার অন্যতম জনপ্রিয় ক্লাব বলেই পরিচিত, সেই ক্লাবের পক্ষ থেকে নামা হলো অর্থ সংগ্রহে। ক্লাবের উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষের পক্ষ থেকে রীতিমত খুঁটি হাতে ক্লাবের পাশে যে বাজার, সেখানে অর্থ সংগ্রহ করা হয়। এক্ষেত্রে সাধারণ মানুষের কাছে উত্তরবঙ্গের দুর্যোগে সেখানকার মানুষের থাক পাশে থাকার জন্য অর্থ সংগ্রহের কর্মসূচিতে নামে এই ক্লাব কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে কোনোকালেই দুর্গাপূজো করার জন্য অনুদান নেয়নি এই সন্তোষ মিত্র স্কোয়ার। বরঞ্চ প্রশাসন বিভিন্নভাবে তাদের পুজো করার ক্ষেত্রে বাধাদান করলেও মানুষের স্বতঃস্ফূর্ততায় এই সন্তোষ মিত্র স্কোয়ার সকলের মন জয় করে নিয়েছে। এবারেও তারা যে থিম করেছিল, তাতে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। তবে পুজো শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই এবার সামাজিক ক্ষেত্রে নিজেদের অবদান রেখে বড় মানবিকতার পরিচয় দিলো এই সন্তোষ মিত্র স্কোয়ার। উত্তরবঙ্গের মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে এই ক্লাব যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।