প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন বি আর গবই। আর তিনি অবসর নেওয়ার পর নতুন কাউকে তো দায়িত্বে নিতে হবে। স্বাভাবিকভাবেই বি আর গবইয়ের পর নয়া দায়িত্বে কে বসবেন, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা ছিল। তবে বয়সের দিক থেকে একদম প্রথমেই রয়েছেন সূর্যকান্ত। তাই আজ সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিলেন তিনি।
প্রসঙ্গত, এতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন বি আর গবই। কিন্তু ৬৫ বছর হয়ে যাওয়ার কারণে অবসর নিতে হয়েছে তাকে। আর তিনি অবসর নেওয়ার পরেই সুপ্রিম কোর্টের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। আজ তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, বর্তমানে বিচারপতি সূর্যকান্ত এই শীর্ষ পদে বসলেও, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। তারপর আবার সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি পদে হবে পরিবর্তন।
বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই আইন জগতে অত্যন্ত বলিষ্ঠতার সহকারে কাজ করে এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নেওয়া সূর্যকান্ত। ১৯৮৪ সালে নিজের কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে হরিয়ানায় অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বও সামলাতে হয় সূর্যকান্তকে। তারপর হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বও সামলেছেন তিনি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্বেও বসেন সূর্যকান্ত। আর এবার বি আর গবইয়ের পর দেশের শীর্ষ আদালতের ৫৩ তম বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি।