প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতাকে কাবু করতে গিয়ে প্রতিমুহূর্তে আদালতের দরজায় গিয়ে হোঁচট খেতে হচ্ছে তৃণমূল সরকার এবং তাদের প্রশাসনকে। ইতিমধ্যেই বারবার শুভেন্দু অধিকারীর অনুমতি না পেয়ে আদালতের দরজায় গিয়ে বিভিন্ন সভা সমিতির ক্ষেত্রে অনুমতি নিয়ে এসেছেন। আদালতের দরজায় বারবার করে ধাক্কা খেয়েছে এই রাজ্যের প্রশাসন। কিন্তু তারপরেও তাদের লজ্জা বলতে কিছু নেই। সম্প্রতি মালদহের তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে চাচোল থানার পুলিশের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে নোটিশ দেওয়া হয় এবং থানায় ডেকে পাঠানো হয়। তবে এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যেতেই বড় জয় পেয়ে গেলেন শুভেন্দু অধিকারী।
সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদহে গিয়ে তৃণমূল নেতা প্রসূন বন্দোপাধ্যায় সম্পর্কে একটি মন্তব্য করেন। আর তারপরেই সেই তৃণমূল নেতা তথা প্রাক্তন পুলিশ কর্তা থানায় গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে চাচোল থানার পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে ডেকে পাঠানো হয়। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার পাল্টা আদালতের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হলো, তাতে অনেকটাই স্বস্তি পেয়ে গেলেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে চাচোল থানার পুলিশ শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছিল, সেখানে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতাকে যথেষ্ট স্বস্তি দিয়েছে আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীকে থানায় এক্ষেত্রে যদি তদন্তের প্রয়োজন হয়, তাহলে ভার্চুয়ালি তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই আদালতের এই নির্দেশ যথেষ্ট খুশির খবর বয়ে এনেছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।