প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা করা হয়। আর সেই ঘটনার পরেই শুভেন্দুবাবু অভিযোগ করেন যে, উদয়ন গুহর নেতৃত্বে এই হামলা হয়েছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে নামে মাত্র গ্রেপ্তার করা হয়। তবে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে, পুলিশ যদি এখনই ঠিক মত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে শুভেন্দু অধিকারী কিন্তু পাল্টা এমন কোনো পদক্ষেপে পুলিশের বিরুদ্ধে নেবেন, যার ফলে তাদের মুখে ঝামা ঘষা পড়ে যেতে পারে। তবে এবার ধীরে ধীরে বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় বাড়তে শুরু করেছে গ্রেপ্তারির সংখ্যা।
বস্তুত, গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। আর তারপরেই ৩ জনকে গ্রেফতার করা হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার ফলে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। কিন্তু এখানেই অনেকে প্রশ্ন যে, যে ভিডিও দেখা গিয়েছে, সেখানে তো অনেকে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা করেছেন, পাথর ছুড়েছেন। তাহলে তার মধ্যে কেন এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করলো পুলিশ? এই রাজ্যের বিরোধীরা যদি কোথাও কোনো আন্দোলন করে, সাথে সাথেই তো তাদের প্রত্যেককে গ্রেফতার করে নেওয়া হয়। তাহলে রাজ্যের বিরোধী দলনেতা আদালতের অনুমতি নিয়ে যখন সেখানে গিয়েছেন, যখন তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো পুলিশ, তারপরেও কেন মাত্র ৭ জনকে গ্রেফতার করা হলো? বাকিদের কেন এখনও গ্রেফতারি হচ্ছে না?
ইতিমধ্যেই গোটা বিষয়ে সোচ্চার হতে শুরু করেছে বিজেপির ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা হয়েছে, তার সঙ্গে রাজ্যের মন্ত্রীর উস্কানি রয়েছে। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী উদয়ন গুহ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেখানে মাত্র কেন ৭ জনকে গ্রেপ্তার করা হলো? কেন রাজ্যের পুলিশ সাহস রেখে মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারছে না? আসলে এই রাজ্যের পুলিশ প্রতি মুহূর্তে দলদাসের নমুনা রাখছে। যার ফলে নামে মাত্র গ্রেপ্তার দেখিয়ে তারা মুখ রক্ষা করার চেষ্টা করছে। যাতে শুভেন্দু অধিকারী পরবর্তীতে আদালতে গেলে তাদেরকে প্রশ্নের মুখে পড়তে না হয়্ কিন্তু এই সামান্য গ্রেপ্তারি দেখিয়ে যে মুখ রক্ষা হবে না, যারা শুভেন্দু অধিকারীর ওপর হামলা করেছে এবং যারা পরোক্ষভাবে মদত দিয়েছে, তাদের প্রত্যেককেই যে কঠোর শাস্তির মুখে পড়তে হবে, সেই ব্যাপারে সোচ্চার বিরোধী শিবির।