প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ শুভেন্দু অধিকারী কোচবিহারে গিয়েছিলেন। যেখানে বিজেপি বিধায়কদের ওপর আক্রমণের প্রতিবাদে আদালতের নির্দেশ অনুযায়ী তার পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু তার আগেই যেভাবে তার কনভয়ে হামলা করা হলো, তাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী আক্রান্ত না হলেও, তার বুলেট প্রুফ গাড়ির কাঁচ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, তাতে গোটা ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহুর নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় যখন সোচ্চার গেরুয়া শিবির, ঠিক তখনই যে উদয়ন গুহর বিরুদ্ধে শুভেন্দুবাবু অভিযোগ করছেন, সেই উদয়ন গুহ এমন এক মন্তব্য করলেন, যার ফলে স্পষ্ট হয়ে গেল যে, শুভেন্দুবাবুর কনভয়ে এই হামলা ছিল তৃণমূলের পূর্ব পরিকল্পিত গেমপ্ল্যান। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা।

বস্তুত, এদিন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। আর তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, উদয়ন গুহর নেতৃত্বেই এই হামলা হয়েছে। আর তার মধ্যেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। যার ফলে তার দিকে যেমন প্রশ্ন উঠে গেল, ঠিক তেমনই এই রাজ্যের প্রশাসন থেকে শুরু করে তৃণমূল দল রীতিমত চাপের মুখে পড়ে গেল। কিন্তু ঠিক কি বলেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ?

এদিন শুভেন্দু অধিকারীর কনভয়ে যখন হামলার ঘটনায় উত্তাল গোটা উত্তরবঙ্গ তথা রাজ্য রাজনীতি, ঠিক তখনই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যারা বাংলাকে অপমান করবেন, যারা বাংলাভাষীদের অপমান করবেন, সব চাইতে বড় কথা, যারা বাংলা ভাষাকে অপমান করবেন, তাদের কোনো নিস্তার নেই। তাদের কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে, তারা যেখানেই যাবেন, সেখানে প্রতিবাদ হবে। বিশেষ করে এই কোচবিহার জেলার অনেক মানুষ বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন। তাই এই কোচবিহার জেলায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হবে এবং কোচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব।”

আর একদিকে শুভেন্দু অধিকারীর কনভয়ে যখন ভাঙচুর চালানো হয়েছে, ঠিক সেই সময় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহুর এই মন্তব্য নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তাদের বক্তব্য, উদয়নবাবুর এই মন্তব্যই তো স্পষ্ট করে দিলো যে, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ছিল তৃণমূলের পূর্ব পরিকল্পিত। তাই তারা এই হামলা করেছে। স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুর কনভয়ে যখন ভাঙচুর চালানো হলো কোচবিহারের মাটিতে, তখন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর এই মন্তব্য রীতিমত দিশেহারা ও হতাশ করে তুলবে তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই মত রাজনৈতিক সমালোচকদের।