প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ রাজ্য বিধানসভায় প্রবেশ করার আগেই যোগ্য চাকরিহারা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পদক্ষেপের কথা জানিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যখন অযোগ্যদের তালিকা প্রকাশ করাই হয়ে গিয়েছে, তখন যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে রাজ্য সরকার যদি প্রস্তাব আনে, তাহলে সর্বসম্মতিক্রমে তাতে সায় দেবে বিরোধী দল বলেই জানিয়ে দেন তিনি। যা শুনে যোগ্য চাকরিহারা ব্যক্তিরা যথেষ্ট খুশি। তবে যারা যোগ্য, এতদিন ধরে তাদের নিয়ে যেভাবে ছিলিমিলি খেলেছে এই রাজ্য সরকার, যেভাবে দুর্নীতির জন্য প্রচুর মানুষ এখন চিন্তার মধ্যে রয়েছেন, তাতে প্রথম দিন থেকেই সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই বিষয়টিকে হাতিয়ার করেই বিধানসভায় প্রবেশের পরেই বিজেপি বিধায়কদের সাথে নিয়ে প্ল্যাকার্ড হাতে তুমুল বিক্ষোভ শুরু করে দিলো রাজ্যের বিরোধী দল বিজেপি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এসএসসি পক্ষ থেকে ১৮০৪ জন দাগি অযোগ্য বলে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যোগ্যদের মধ্যে এখন একটাই প্রশ্ন যে, তারা আবার তাহলে পরীক্ষায় বসবেন কেন? যখন অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েই গিয়েছে, তখন তাদের পুনর্বহালের জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক। তাই আজ যোগ্যদের একটি অংশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। যেখানে তারা বিরোধী দল যাতে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য আবেদন করেন। আর তারপরেই শুভেন্দুবাবু জানিয়ে দেন যে, রাজ্য সরকার এই ব্যাপারে যদি বিধানসভায় প্রস্তাব আনে, তাহলে তারা সেই প্রস্তাবে সমর্থন করবেন এবং যোগ্যদের চাকরি পুনর্বহালের জন্য তারা দাবি জানাবেন। আর এই ঘটনার পরেই বিধানসভার ভেতরে গিয়ে রীতিমত রাজ্যের অস্বস্তি বাড়িয়ে আরও বড় পদক্ষেপ নেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, এদিন বিধানসভার ভেতর থেকেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে করতে বাইরে বেরিয়ে আসে বিজেপি। যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সমস্ত বিধায়করা একটি করে প্ল্যাকার্ড হাতে নেন। যেখানে লেখা ছিল, “চাকরি তুমি করছ চুরি, গদি ছাড়ো তাড়াতাড়ি।” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলে “চাকরি চোর, গদি ছাড়ো” বলে স্লোগান দিতেও দেখা যায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের। অর্থাৎ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের সঙ্গে বঞ্চনা করে যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এই রাজ্যের সরকার, তার বিরুদ্ধে আন্দোলনে শান দিতে চাইছে বিজেপি। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের আজ বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে এই বিক্ষোভ এবং শাসককে চাপে ফেলার কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
