প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সকলেই অপেক্ষা করছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখন তাহেরপুরের সভায় আসবেন। কখন সামনে থেকে তার বক্তব্য শুনবেন উচ্ছ্বসিত জনতা। কিন্তু প্রতিকূল আবহাওয়া থাকার কারণে কলকাতা বিমানবন্দর থেকে তাহেরপুরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কপ্টার রওনা দিলেও শেষ পর্যন্ত তা সেখানে নামতে পারেনি। কারণ ঘন কুয়াশা ছিল। কিছুক্ষণ আগেই সেই কপ্টার আবার দমদম বিমানবন্দরে ফিরে গিয়েছে। আর তখন থেকেই সকলের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল যে, তাহলে কি প্রধানমন্ত্রী এই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে সশরীরে তাহেরপুরে সভায় উপস্থিত হবেন না? তবে অবশেষে সেই ব্যাপারে পাওয়া গেল বড় খবর।

আজ তাহেরপুরে একদিকে সরকারি সভা, আর তারপরেই দলীয় সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল থেকেই প্রচুর মানুষের ঢল সেখানে উপচে পড়েছে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়া থাকার কারণে সেই সভাস্থলে কপ্টার রওনা দিলেও, তা সেখানে নামতে পারেনি। যার ফলে আবার তা দমদম বিমানবন্দরে ফিরে এসেছে। তবে এর পরেই খবর পাওয়া গিয়েছিল যে, সড়কপথে হয়ত প্রধানমন্ত্রী তাহেরপুরে সভায় রওনা দিতে পারেন। কিন্তু প্রশাসনিক অনুমতি না থাকার কারণে সেই তাহেরপুরের সভায় সশরীরে যাওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

সূত্রের খবর, বর্তমানে দমদম বিমানবন্দরেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সড়কপথে তিনি তাহেরপুরের সভায় পৌঁছতে পারেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা গেলেও, শেষ পর্যন্ত সেই সভায় স্বশরীরে উপস্থিত হচ্ছেন না প্রধানমন্ত্রী। এক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া থাকার কারণে তার কপ্টার ফিরে এসেছে। তবে ভার্চুয়ালি সেই বিমানবন্দরের লাউঞ্জে প্রধানমন্ত্রী যাতে বার্তা দিতে পারেন, তার জন্য সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সশরীরে নয়, ভার্চুয়ালি দমদম বিমানবন্দর থেকেই একদিকে সরকারি সভা, আর একদিকে দলীয় সভায় বার্তা দেবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।