প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শুধু দলীয় নেতা হলে চলে না। দায়িত্ব পালন করতে হয় কর্মীদের। আজ প্রধানমন্ত্রীর সভা ছিল তাহেরপুরে। আর সেই সভায় আসতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন চার বিজেপি কর্মী। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকাহত ছিলো বিজেপি পরিবার। অন্যদিকে ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রী হেলিকপ্টার তাহেরপুরে পৌঁছতে পারেননি। যার ফলে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে একেবারে প্রথমেই দলের যে কর্মীরা এই সভায় আসতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয় বিজেপি যে দলগতভাবে এই কর্মীদের পরিবারের পাশে থাকবে, সেই কথাও জানিয়ে দিলেন তিনি।

এদিন সাত সকালেই প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে প্রচুর বিজেপি কর্মীরা অন্য জেলা থেকেও তাহেরপুরে আসেন। তবে খবর পাওয়া যায় যে, খারাপ আবহাওয়া থাকার কারণে ট্রেনের ধাক্কায় চার বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে তাহেরপুরে হওয়া খারাপ থাকার কারণে প্রধানমন্ত্রীও উপস্থিত হতে পারেননি। তাই ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে একদম প্রথমেই যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, যে সমস্ত কর্মীরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে বিজেপি রয়েছে বলেও ভার্চুয়ালি সভা থেকে জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, যারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন, তারা জানেন, এর কষ্টটা কি। তা কোনো মূল্যেই শোধ করা যাবে না‌। একটি প্রাণ যখন চলে গিয়েছে, তখন কোন কিছুর বিনিময় তা শোধ করা যায় না। তবে একজন কর্মীর এইভাবে চলে যাওয়া যে দলের নেতা হিসেবে তার কাছেও ভীষণ কষ্টদায়ক, তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে কর্মীদের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দলগতভাবে বিজেপি যে সেই পরিবার গুলির পাশে রয়েছে, সেই বার্তাও দিলেন তিনি।