প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর ঘোষণা হওয়ার আগে থেকেই তৃণমূল এর বিরোধিতা করতে শুরু করেছে। তবে কোনোভাবেই যখন তা আটকানো গেল না, তখন সেই এসআইআর চালু হওয়ার পর আবার মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প করেছে রাজ্যের শাসক দল। যেখানে সেই ক্যাম্প থেকে সাধারণ মানুষকে এসআইআরের ফর্ম ফিলাপ করানোর ক্ষেত্রে সহযোগিতা করছে তৃণমূল কংগ্রেস। তবে যারা এসআইআরের এত বিরোধিতা করছে, তাদের এই ফর্ম ফিলাপের পেছনেও একটা গোপন এজেন্ডা এবং চক্রান্ত রয়েছে বলেই এতদিন দাবি করছিলেন বিরোধীরা। আর এবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল এসআইআরের ফর্ম ফিলাপ করানোর নামে মানুষকে যেমন বিভ্রান্ত করছে, ঠিক তেমনই ভুলভাবে সেই ফর্ম ফিলাপ করা হচ্ছে বলেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন কোনোভাবেই এসআইআরকে আটকাতে পারেনি, যখন এই রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে, তখন তারা আর কোনো বিকল্প উপায় খুঁজে পাচ্ছে না। যার ফলে মাঠে ময়দানে নেমে তৃণমূল নেতারা এসআইআরের বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছেন। এমনকি বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প খুলে মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআরের ফর্ম ফিলাপ করে দেওয়ার কাজ করতেও দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের। তবে তৃণমূল এই সহায়তা ক্যাম্প খুললেও সেখানে ফর্ম ফিলাপ করানোর নামে ভুল ভাবে অনেক ফর্ম ফিলাপ করে দেওয়া হচ্ছে। যার ফলে সেই ফর্ম বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এইরকমই একটি খবর পেয়ে রাজ্যবাসীকে তৃণমূলের ক্যাম্প থেকে যাতে কেউ এসআইআরের ফর্ম ফিলাপ করার পথে না হাঁটেন, সেই ব্যাপারে রাজ্যবাসীকে আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তৃণমূলের সহায়তা ক্যাম্প থেকে যেভাবে ফর্ম ফিলাপ করা হচ্ছে, সেখানে যাতে সাধারণ মানুষ না যান, তার জন্য আবেদন জানান তিনি। শুভেন্দুবাবু বলেন, “আপনারা তৃণমূলের ক্যাম্পে ফর্ম ফিলাপ করবেন না। তৃণমূল হিন্দুদের ফর্ম ভুল ফিলাপ করে দিচ্ছে। আমি আজকেই একটি খবর পেয়েছি যে, ফর্ম ভুল ফিলাপ করেছে। আমি আবার বলছি, আমি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গে এসআইআরের ফর্ম প্রাপ্ত ভোটার ভদ্রমণ্ডলী, বিশেষভাবে হিন্দু পরিবারগুলি, আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি, তাদের কাছে অনুরোধ করব, তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিলাপ করবেন না। এরা ভুল ফর্ম ফিলাপ করছে এবং আপনার ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”