প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলা ধরে ধরে বৈঠক করছেন। মূলত, প্রত্যেকটি জেলায় যে সমস্ত ব্লক এবং টাউন রয়েছে, সেখানে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের নাম ঘোষণার জন্যই হচ্ছে এমন বৈঠক। ইতিমধ্যেই বেশ কিছু জেলার ব্লক এবং টাউন স্তরের কমিটি ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তারা হাওড়া জেলার ব্লক এবং টাউনের কমিটি ঘোষণা করেছে। আর সেই কমিটি ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই একাধিক অসন্তোষের খবর সামনে এসেছে। আর এবার কমিটি ঘোষণা হতে না হতেই হাওড়া জেলা গ্রামীণ তৃণমূলের জেলার চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন বিধায়ক সমীর পাঁজা। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই রীতিমত তৃণমূলের এই নয়া কমিটিই যে তাদের পথের বড় কাঁটা হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তারা বিরোধীদের সঙ্গে কি লড়াই করবে, তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই সব থেকে বেশি প্রকট হতে দেখা যায়। জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে একাধিকবার রাজ্য নেতৃত্ব একাধিক কড়া বার্তা দিলেও লাভেল লাভ কিছুই হয়নি। আর সম্প্রতি জেলা ধরে ধরে যেভাবে ব্লক এবং টাউন কমিটি ঘোষণা হচ্ছে, তাতেও নেতৃত্বের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। যার ফলে এবার সেই ব্লক এবং টাউন কমিটি গঠন করে ঘর গোছানোর চেষ্টা করলেও উল্টো ফল হলো তৃণমূল কংগ্রেসে।
- ইতিমধ্যেই হাওড়া জেলায় প্রত্যেকটি ব্লক এবং টাউন কমিটি ঘোষণা করে দিয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। তবে সেই কমিটি নিয়েই তৈরি হয়েছে অসন্তোষ। যার ফলে সেই কমিটি ঘোষণা হতে না হতেই জেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। মূলত, যে নতুন কমিটি ঘোষণা হয়েছে, তা নিয়ে তিনি খুশি ছিলেন না। আর তার ফলেই তার এই দলীয় পদ থেকে পদত্যাগ বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ২৬ এর নির্বাচনের আগে যেভাবে হেভিওয়েট বিধায়ক দলের জেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন, তাতে ক্রমশ চাপ বাড়ছে শাসক দলের অন্দর মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।