প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে আবার যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তাহলে হিন্দু বলে কিছু থাকবে না। প্রত্যেকটি সভা থেকে সেই বার্তা দিতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, তৃণমূল সরকার আবার ২০২৬ এ ক্ষমতা দখল করলে পশ্চিমবঙ্গেও সেই পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বলে মন্তব্য করছেন তিনি। অর্থাৎ এই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপি নেতারা হিন্দু ভোটকে ক্রমশ নিজেদের দিকে একত্রিত করার চেষ্টা করছেন। তবে এখনও কিছু হিন্দু তৃণমূল, বামফ্রন্ট এবং বিজেপির সঙ্গে রয়েছেন। তাই এবার তাদের সকলের ভোট যাতে বিজেপির দিকেই আসে, তা নিশ্চিত করতে বড় আহ্বান জানালেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। নদীয়ার সভা থেকে বাম, কংগ্রেস এমনকি তৃণমূলের হিন্দুদের উদ্দেশ্যেও বড় বার্তা দিলেন তিনি।
ইতিমধ্যেই ২০২৬ এর নির্বাচনের জন্য তৎপরতা শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তৃণমূলের প্রতি মানুষের যে বিরক্তি তৈরি হয়েছে, তাতে হিন্দুদের ভোট নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। অন্যদিকে সংখ্যালঘুদের ভোট সবটাই নিজেদের দিকে আনতে তৎপর হুমায়ুন কবীরের নতুন দল। আর এই পরিস্থিতিতে হিন্দুদের সমস্ত ভোট বিজেপি নিজেদের দখলে আনতে পারলে যে তাদের ক্ষমতায় আসতে কোনো অসুবিধাই হবে না, তা খুব ভালো মতই বুঝতে পেরেছেন বিজেপি নেতৃত্বরা। আর সেই কারণেই এবার প্রকাশ্য সভা থেকে বাম, কংগ্রেস এমনকি তৃণমূলের মধ্যেও যারা হিন্দু রয়েছেন, তাদের সকলকে একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিয়ে এই সরকারকে উৎখাত করার আহ্বান জানালেন মিঠুন চক্রবর্তী।
এদিন নদীয়ায় একটি সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর সেখানেই তিনি বলেন, “আমি এই জন্য সবাইকে আবেদন করছি, বামপন্থীদের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন, তারাও আসুন। কংগ্রেসকে বলছি, আপনারাও আসুন। এমনকি তৃণমূলের মধ্যে যদি কোনো হিন্দু ছেলে থাকে, হিন্দুরা থাকে, যাদের মধ্যে বিবেক আছে, যারা দুর্নীতি করে না, তাদেরও আবেদন করছি, আপনারাও আসুন। আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই।”