প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে তৃণমূল এবং দুর্নীতি এই দুটি শব্দ এখন সমার্থক। বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন দুর্নীতির তথ্য সামনে আসার পর অন্তত তেমনটাই দাবি করে বিরোধীরা। শুরুটা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধারকে কেন্দ্র করে। তারপর এই রাজ্যের বুকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কারি কারি টাকা উদ্ধার হয়েছে। আর যখনই কোথাও থেকে প্রচুর অর্থ উদ্ধার হয়েছে, তখনই বিরোধীরা সমালোচনা করে বলেছেন, যেখানেই অর্থ, যেখানেই বেনামী সম্পত্তি, সেখানেই তৃণমূল নেতাদের যোগ রয়েছে। আর এবার ফের রাজ্যে এক তৃণমূল নেতার বাড়ি থেকেই প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে তথ্য সামনে আসার পর কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।

এই রাজ্যের বুকে বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে কোনো জায়গায় হানা দিলেই তারা হয় বড় কোনো তথ্য পেয়ে যাচ্ছে, তা না হলে প্রচুর অর্থের সন্ধান পাচ্ছে। বিরোধীরা দাবি করে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তৃণমূল নেতারা নিজেদের বাড়িতে অবৈধ অর্থ রেখে দিয়েছে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেলায় জেলায় তৃণমূলের দাপটে নেতাদের বাড়িতে তল্লাশি চালালেই প্রচুর অর্থের হদিশ চলে আসবে। আর আজ বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে তার বাড়ি থেকে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। তবে ২০ লক্ষ টাকার হিসাব সেই তৃণমূল নেতা দিতে পারলেও, বাকি ২০ লক্ষ টাকার হিসাব তিনি দিতে পারেননি বলেই খবর পাওয়া যাচ্ছে।

জানা গিয়েছে, এদিন বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে তল্লাশি চালায় তারা। আর সেখানেই প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। ইতিমধ্যেই সেই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, ৪০ লক্ষ টাকার মধ্যে ২০ লক্ষ্য টাকার হিসাব তিনি দিয়েছেন। যেখানে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করে তিনি সেই ২০ লক্ষ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। তবে বাকি ২০ লক্ষ টাকার তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে দিতে পারেননি এই তৃণমূল নেতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, এই বিপুল অর্থ এলো কোথা থেকে? এখন যে পরিমাণ অর্থের উৎসের কথা এই তৃণমূল নেতা জানাতে পারলেন না, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কি পদক্ষেপ হয়, তারা শেষ পর্যন্ত এই তৃণমূল নেতার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।