প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে একেই তো উন্নয়ন বলতে কিছু হয় না। তার মধ্যে যদি কোনো বিধানসভার বিধায়ক বিজেপির কেউ থাকেন, তাহলে সেই এলাকায় যাতে উন্নয়নের ছিটেফোঁটাও না পৌঁছয়, তার জন্য মরিয়া চেষ্টা করে এই রাজ্যের প্রশাসন। যেখানে যেখানে বিজেপির জনপ্রতিনিধিরা রয়েছেন, সেখানে প্রশাসনকে বলেও মানুষের ন্যূনতম চাহিদাটুকু পূরণ করা সম্ভব হয় না। যার ফলে নিজেদের সাধ্যমতই বিজেপির জন প্রতিনিধিরা মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আর সেই কারণেই দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলে কাজ না হওয়ার জন্য এবার পুজোর মুখে মানুষের যাতে অসুবিধে না হয় তার জন্য ভাঙা রাস্তা সারাই করতে নিজেই নেমে পড়লেন ময়নার বিধায়ক অশোক দিন্দা।
বলা বাহুল্য, ময়না বিধানসভার অন্তর্গত মল্লিক মোড় থেকে আসনান পর্যন্ত রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। একইভাবে ঢেউ ভাঙ্গা পর্যন্ত রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে জেলাশাসক থেকে শুরু করে ব্লক স্তরের আধিকারিকদের জানানো হলেও লাভের লাভ কিছু হয়নি। যার ফলে এবার বিজেপি কর্মীদের নিয়ে এবং ইট ভাটার মালিকদের সাথে করে নিজে হাতেই সেই ভাঙা রাস্তা সারাই করতে দেখা গেল বিজেপির বিধায়ক অশোক দিন্দাকে। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নির্বাচিত সরকারের যা কাজ, সেটা করছেন একজন বিজেপি বিধায়ক। বারবার বলেও প্রশাসনকে কাজ হয়নি। তাই বাধ্য হয়ে মানুষের উৎসবের দিনে বিজেপি বিধায়ক তাদের পাশে থাকছেন।
গেরুয়া শিবিরের দাবি, এই রাজ্যে তো এটাই হয়ে আসছে। যেখানেই বিজেপির জনপ্রতিনিধিরা রয়েছে, সেখানেই উন্নয়ন না করে এলাকার মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে প্রশাসন। তবে কাজ করার ইচ্ছে থাকলে তাকে আটকানো যায় না। তাই সাধারণ মানুষ খুব ভালো মতোই জানে, প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই রাস্তার কাজ আটকে দিয়েছে। তাই বিজেপি বিধায়ককে তারা উৎসবের দিনে এইভাবে পাশে পেয়ে যথেষ্ট খুশি। নিজের সাধ্যমত যেভাবে বিজেপি বিধায়ক মানুষের পাশে থাকছেন, তাতে তাকে ধন্যবাদ জানাচ্ছে এলাকাবাসী।