প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা রাজ্যবাসীর নজর হুমায়ুন কবীরের নতুন দল গঠনের দিকে। তিনি নতুন দল গঠন করে কাদের রাজ্য কমিটিতে রাখবেন, আগামী দিনে তিনি কোন পথে চলবেন, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে এতদিন তিনি যে দলে ছিলেন, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি যেভাবে নতুন দল গঠন করতে চলেছেন এবং তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধেই লড়াই করার কথা বলছেন, তাতে তিনি কি সাফল্য পাবেন? এই নিয়ে যখন বিভিন্ন মহলে চর্চা চলছে, ঠিক তখনই নতুন দল ঘোষণার কয়েক ঘন্টা আগেই এতদিন তিনি যাকে নেত্রী হিসেবে মেনে আসতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই মন্তব্য করলেন ভরতপুরের বিধায়ক।

তৃণমূল তাকে সাসপেন্ড করার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করতে শুরু করেছিলেন হুমায়ুন কবীর। তবে বাবরি মসজিদ শিলান্যাসের আবহে তাকে তৃণমূল সাসপেন্ড করে। আর তারপর তিনি আরও জোরদার ভাবে জানিয়ে দেন যে, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন দল গঠন করতে চলেছেন। আজ সেই নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুনবাবু। তবে তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করে বসলেন তিনি।

এদিন নতুন দল ঘোষণার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর সেখানেই এতদিন তিনি যাকে নেত্রী হিসেবে মেনে এসেছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার অভিমত কি? সেই প্রশ্নের উত্তরে হুমায়ুনবাবু বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে অত্যন্ত যোগ্য নেত্রী মনে করি এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকবো, নেত্রী হিসেবে অত্যন্ত যোগ্য মনে করবো। কিন্তু তিনি ক্ষমতায় বসার পর ১৫ বছর আগের মমতা ব্যানার্জি আর এখনকার মমতা ব্যানার্জির মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে।”