প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। যে ধর্মঘটকে সফল করতে সকাল থেকেই গোটা রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি করছে বাম কর্মী সমর্থকরা। আর শহর কলকাতায় সেই বামেদের বনধের সমর্থনে কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে লক্ষ্য করা গেল চরম ধস্তাধস্তির পরিস্থিতি। যেখানে সিপিএম নেতাকে চ্যাংদোলা করে গাড়িতে তুললো পুলিশ।
জানা গিয়েছে, এদিন শহর কলকাতায় সকাল থেকেই বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে রাস্তায় নামেন বাম কর্মী সমর্থকরা। রেল অবরোধ থেকে শুরু করে সাধারণ মানুষকে বনধ সফল করার আহ্বান জানান তারা। কলকাতার গাঙ্গুলীবাগানে কর্মী সমর্থকদের সঙ্গে বনধের সমর্থনে রাস্তায় ছিলেন বামেদের যুবনেতা সৃজন ভট্টাচার্য। আর সেখানেই পুলিশের সঙ্গে তাদের বাক-বিতন্ডা শুরু হয়।
তবে শুধু দু পক্ষের মধ্যে বচসাই নয়, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের এক কর্মকান্ডে। যেখানে পুলিশের পক্ষ থেকে বামেদের বেশ কিছু নেতা কর্মীকে আটক করা হয়। এমনকি হেভিওয়েট বাম নেতা সৃজন ভট্টাচার্যকে রীতিমত চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। যদিও বা এইভাবে পুলিশের বনধকে আটকাতে অতি সক্রিয়তা বিরুদ্ধে সোচ্চার হয়েছে সিপিএম।
বামেদের দাবি, এভাবে গ্রেপ্তার করে লাভের লাভ কিছু হবে না। যত কর্মী সমর্থককে গ্রেফতার করা হচ্ছে, তার থেকে দ্বিগুণ কর্মী সমর্থকরা রাস্তায় থাকবেন। গোটা কলকাতার শহর জুড়ে আজকে পুলিশকে চড়কি পাক খাওয়াবেন বাম নেতারা। যে পুলিশ রাজ্যে দুর্নীতি হয়ে গেলেও, ছাত্র নেতারা কলেজের ভেতরে অসভ্য আচরণ করলেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না, সেই পুলিশ শ্রমিকদের স্বার্থে করা এই ধর্মঘটকে বাধা দিয়ে যেভাবে বাম নেতাদের গ্রেপ্তার করছে, তাতে এদের ফ্যাসিস্ট আচরন বারবার করে প্রমাণিত হয়ে যাচ্ছে বলেই দাবি বামেদের।