প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে বর্তমানে তৃণমূলের এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে, বিরোধীদের সঙ্গে লড়াই করা তো দূরের কথা, আগে তৃণমূলের সঙ্গে তৃণমূল নেতারাই লড়াই করতে ব্যস্ত। কাদের হাতে ক্ষমতা থাকবে, তা নিয়েই লড়াই শুরু হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। এমনকি সেই লড়াইয়ে প্রাণ যাচ্ছে তৃণমূল কর্মীদেরই। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মৃত্যুর খবর সামনে আসছে। আর এবার মুর্শিদাবাদের ভরতপুরে এক তৃণমূল কর্মীকেই কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বর্তমানে গোটা রাজ্য জুড়ে সব থেকে বেশি চিন্তায় রয়েছে, তৃণমূলের নেতা কর্মীরাই। দলীয় অন্তর্কোন্দল বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি ধারণ করেছে যে, তৃণমূলের হাতেই তৃণমূল সুরক্ষিত নয়, এমন বিষয় ক্রমাগত স্পষ্ট হচ্ছে। আর এসবের মধ্যেই মুর্শিদাবাদের ভরতপুরে গতকাল রাতে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ বাড়ি ফেরার সময় তার রাস্তা আটকে তাকে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় বলে অভিযোগ। আর সাথে সাথেই মৃত্যু হয় সেই তৃনমূল কর্মীর। আর এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে তৃণমূলের নেতা কর্মীদের সুরক্ষা নিয়ে।

কি কারনে এই এই তৃণমূল কর্মীকে খুন করা হলো? এর পেছনে কি তৃণমূলের কেউ জড়িত, নাকি বিরোধীদের ষড়যন্ত্র? নিহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি, এর আগেও বিভিন্নভাবে তাকে খুনের চেষ্টা করা হয়েছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, যে রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে বিরোধীরা তো তৃণমূলের দিকে চোখ তুলে তাকাতে পারে না, তারা প্রতিবাদ করলে তো তাদের পুলিশ দিয়ে গ্রেফতার করে নেওয়া হয়। সেখানে একজন তৃণমূল কর্মীকে এইভাবে খুন করে দেওয়া হলো, তাহলে কি এর পেছনে তৃণমূলেরই অন্তর্কোন্দল রয়েছে? নাকি বিরোধীদের কোনো ষড়যন্ত্র রয়েছে? যাই হোক না কেন, শেষ পর্যন্ত তদন্তে কি উঠে আসে, কি কারণে প্রাণ হারালেন এই তৃণমূল কর্মী, সেই রহস্য উন্মোচনের দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।