প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ শহর কলকাতায় জলমগ্ন পরিস্থিতি। ভয়ংকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর। ইতিমধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই কলকাতা পৌরসভা এবং রাজ্যের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, মানুষের বিপদে তাদের পাশে না দাড়িয়ে দুর্যোগ হয়েছে বলে সমস্ত দায় প্রকৃতির ওপর চাপানোর চেষ্টা করছে রাজ্য। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নিকাশি ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দিয়ে এই কলকাতা পৌরসভার মেয়র এখন কোমর জলে নেমে মানুষের সিমপ্যাথি আদায়ের চেষ্টা করছেন। তবে ববি হাকিম যখন বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি কোমর জলে নেমেছেন বলে ছবি সামনে আসছে, ঠিক তখনই তার গ্রেপ্তারির দাবিতে ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ সকাল থেকেই কলকাতার ভয়ঙ্কর পরিস্থিতি সামনে এসেছে। যেখানে গোটা রাস্তায় জমা জল মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না। ইতিমধ্যেই পূজোর ছুটি এগিয়ে আজ থেকেই সেই ছুটি দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন বৃষ্টি তারা আগে কখনও দেখেননি বলেই মন্তব্য করছেন কলকাতা পৌরসভার মেয়র। তবে তাদের ব্যর্থতার জন্য এবং নিকাশি ব্যবস্থার এই ভয়াবহ পরিস্থিতির কারণেই আজ কলকাতার এই দুরাবস্থা বলেই দাবি করছে বিরোধীরা। আর তার পরিপ্রেক্ষিতে এবার সেই মেয়রের গ্রেপ্তারির দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন মেয়র ববি হাকিমের জমা জলে নামা নিয়ে তাকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তু খিঁচ মেরি ফটো। ইনি কোথায় ছিলেন গতকাল? সাংবাদিক নিয়ে জলে দাঁড়িয়ে ঘুরছেন। ওনার মালিকের কাছ থেকে শিখেছেন, তু খিঁচ মেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেপ্তার করতে হবে। এই, মনোজ বর্মা আর সঞ্জীব গোয়েঙ্কা, এদের জেলে দেখতে চায় বাংলা।”