প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয়লাভ যে সময়ের অপেক্ষা, সেই ব্যাপারে কারোরই দ্বিমত নেই। তবুও লড়াইয়ের ক্ষেত্রে শেষ ভরসা রাখতে হয় ভোট গণনার ওপরেই। তাই দিনের শেষে নির্বাচনী ফলাফলে কে কতগুলো ভোট পেল, তা নিয়ে অবশ্যই প্রতীক্ষায় রয়েছে গোটা দেশ।
প্রসঙ্গত, একদিকে এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং অন্যদিকে বিরোধীদের প্রার্থী হিসেবে উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করছেন বি সুদর্শন রেড্ডি। ইতিমধ্যেই সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। যা বিকেল ৫ টা পর্যন্ত চলবে। আর তারপর আজই গণনা পর্ব সম্পন্ন হবে। সন্ধ্যের দিকেই জানা যাবে যে, দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি চেয়ারে কে বসতে চলেছেন! তবে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন একেবারে সাত সকালে দিল্লির লোধি রোডের রাম মন্দির পৌঁছে গেলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন।
জানা গিয়েছে, এদিন সাত সকালে দিল্লির লোধি রোডের রাম মন্দিরে পৌঁছে যান উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। যেখানে সেই মন্দিরে পূজো দেন তিনি। আর তারপর সকলের সঙ্গে নমস্কার বিনিময় করতেও দেখা যায় এনডিএ প্রার্থীকে। অর্থাৎ নির্বাচনের দিন সনাতনী রীতিনীতিকে মেনে মন্দিরে পূজো দিয়েই নিজের দিন শুরু করলেন সিপি রাধাকৃষ্ণন।