প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণে নিজের পদ থেকে পদত্যাগ করেন তিনি। আর তারপর থেকেই তার উত্তরসূরী হিসেবে কে দায়িত্বভার সামলাবেন, তা নিয়ে চর্চা শুরু হয়। ইতিমধ্যেই এনডিএর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনকে। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে পার্টি করা হয়েছে বি সুদর্শন রেড্ডিকে। তবে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এনডিএ শিবির।

প্রসঙ্গত, আজ সকাল থেকেই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। সংসদের বসুধা ভবনে চলছে ভোট গ্রহণ পর্ব। আর সেই ভোট গ্রহণ পর্বে একেবারে প্রথমেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে শুধু ভোট গ্রহণ পর্বেই আটকে থাকবে না গোটা প্রক্রিয়া। আজ বিকেল পাঁচটা পর্যন্ত হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। আর তারপর সন্ধ্যে ৬ টা থেকে শুরু হবে ভোট গণনা পর্ব। আর আজই ঘোষণা হয়ে যাবে যে, দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে কে বসতে চলেছেন!

বিশেষজ্ঞদের মতে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের জয়লাভ যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিরোধীরা মরিয়া চেষ্টা চালাচ্ছে, যাতে তাদের প্রার্থী প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু জয়ের ক্ষেত্রে যে অনেকটাই এগিয়ে রয়েছেন এনডিএর প্রার্থী, সেই নিয়ে দ্বিমত নেই। তবে ম্যাজিক ফিগার ছোঁয়ার ক্ষেত্রে কে কতটা ছাপ ফেলতে পারে এবং দিনের শেষে ভোটের অঙ্কে কে জয় লাভ করে উপরাষ্ট্রপতি নির্বাচনে, সেদিকেই নজর থাকবে গোটা দেশবাসীর।