প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
জীবন বড় অদ্ভুত। কখন কার জীবনে কোন বিপদ নেমে আসবে, কেউ বলতে পারে না। তবে এই জীবনে সবকিছু মিথ্যা হলেও, একমাত্র চিরন্তন সত্য হচ্ছে, মৃত্যু। তাই যখন যার বিদায় নেওয়ার সময়, ঠিক তখনই হাতছানি দেয় এই শব্দটি? সামনেই উৎসবের মরসুম। আর তার আগেই এবার প্রাণ হারালেন বিশিষ্ট সংগীত শিল্পী জুবিন গর্গ। যে খবর সামনে আসার পরেই রীতিমত শোকের ছায়া তৈরি হয়েছে সংগীত জগতে।

কিছুক্ষণ আগেই একটি মর্মান্তিক খবর সামনে এসেছে। যা সংগীত শিল্পীদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। কেননা সকলকে বিদায় জানিয়ে প্রয়াত হয়েছেন এক জনপ্রিয় সংগীত শিল্পী। জানা গিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। যেখানে জলে পড়ে যান তিনি। আর তারপরেই তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে মৃত্যু হয় জুবিন গর্গের।

বলা বাহুল্য, অনেক সিনেমাতেই গান করেছেন এই বিশিষ্ট সংগীত শিল্পী। “চিরদিনই তুমি যে আমার” থেকে শুরু করে “পরান যায় জ্বলিয়া রে” সিনেমাতেও তার অবদান রয়েছে। যেখানে “পিয়া রে” এবং “চোখের জলে ভাসিয়ে দিলাম” এই সমস্ত বিখ্যাত গান গেয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এমন একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীর চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। একটি দুর্ঘটনা যেভাবে সংগীত শিল্পীর প্রাণ কেড়ে নিলো, তাতে শোকের আবহ তৈরি হয়েছে গোটা শিল্পী মহলে।