প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের একটি অংশ অর্থাৎ উত্তরবঙ্গ কতটা বিপদের মুখে রয়েছে, তা সেখানকার মানুষরা জানেন। বন্যা বিপর্যয়ে রীতিমত্ত বিপর্যস্ত গোটা এলাকা। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। প্রশাসনের উদাসীনতা নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে ভালোবাসেন বলে বড় বড় দাবি করলেও, বাস্তবে যে উত্তরবঙ্গের এই বিপদে সরকারের পক্ষ থেকে সেভাবে কোনো সাহায্য পৌঁছয়নি বলেই অভিযোগ বিরোধীদের। তবে বিরোধী রাজনৈতিক দলে থেকে মানুষের জন্য কাজ করার যে সদিচ্ছা বিজেপির রয়েছে, তা এবার করে দেখালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এই রাজ্যের উত্তরবঙ্গ যখন বন্যা বিপর্যয়ে বিধ্বস্ত, যখন সেখানে মানুষের মধ্যে হাহাকার লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তখনই সেখানকার মানুষের পাশে থাকতে বড় পদক্ষেপ নিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন গড়িয়াহাট মোড়ে উত্তরবঙ্গে বন্যা বিপর্যয় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহে বেরিয়ে পড়লেন তিনি। যেখানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ করতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। আর সুকান্তবাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কলকাতার মানুষরাও এগিয়ে এলেন সাহায্য করবার জন্য।

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, এই রাজ্যের শাসক দলের আমলের সেভাবে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ছুটি কাটাতে এবং মনোরম পরিবেশের আমেজ নিতে যান। কিন্তু সেখানকার মানুষের যে বিপর্যয়, যে আর্তনাদ লক্ষ্য করা যাচ্ছে, তাতে এই প্রশাসনের কোনো হেলদোল নেই। তবে বিরোধী দলে থেকেও উত্তরবঙ্গের মানুষের পাশে যে বিজেপি রয়েছে, তা প্রতি সময় স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই কারণেই উত্তরবঙ্গের মানুষের পাশে তাদের এই দুর্দিনে দক্ষিণবঙ্গের মানুষেরও যে সাহায্য পৌঁছানো দরকার, সেই ব্যাপারে উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বড় পদক্ষেপ গ্রহণ করলেন। যার ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু সদিচ্ছা প্রয়োজন। যা রাজ্যের ক্ষমতায় না থেকেও, গোটা বিজেপি পরিবার করে দেখাচ্ছে বলেই দাবি পদ্ম শিবিরের ঘনিষ্ঠ মহলের।