প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতকিছুর পরেও কি বিন্দুমাত্র লজ্জা নেই পাকিস্তানের? পহেলগাঁও হামলার পরে যেভাবে ভারত তাদের জবাব দিয়েছে, তারপর পাকিস্তান রীতিমত দিশেহারা। কিন্তু আবার তারা যেভাবে হুমকি দিতে শুরু করেছে, তাতে প্রশ্ন উঠছে যে, পাকিস্তান নিজেই নিজেদের বিপদ ডেকে আনছে না তো? কেননা ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, এবার যদি সেরকম কিছু হয়, তাহলে ভারত কোনোমতেই ছেড়ে কথা বলবে না। আর তার মধ্যেই পাকিস্তানকে ভারত যে শিক্ষা দিয়েছে, তাতে তারা কাবু হয়ে, দিশেহারা হয়ে এবার ফের মিসাইল ছোঁড়ার হুমকি দিয়ে বসলো। প্রত্যক্ষভাবে ভারতের নাম না নিলেও, পাকিস্তানের সেনাপ্রধান যে বক্তব্য রাখলেন আমেরিকা থেকে, তাতেই বোঝা যাচ্ছে যে, তিনি ভারতের উদ্দেশ্যেই সেই মন্তব্য করেছেন।
বলা বাহুল্য, পাকিস্তানের সেনাপ্রধান মুনির আমেরিকায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে অংশ নেন। আর সেখান থেকেই তিনি মিসাইল হুমকি দিয়ে বসেন। ভারত যেভাবে সিন্ধু নদে বাঁধ দেওয়ার চেষ্টা করছে, তা নিয়ে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বসেন তিনি। অর্থাৎ পাকিস্তান বুঝতে পেরেছে যে, এই বাঁধ দিলে তারা ভাতে মরবে। তাই সেই কারণে এখন যদি হুমকি দিয়ে ভারতকে এই প্রক্রিয়া থেকে আটকানো যায়, তার জন্যই পাক সেনা প্রধানের এই অসভ্যতা বলেই মনে করছেন একাংশ। এক্ষেত্রে ভারত বাঁধ দিলে ১০ টি মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান।
এদিন আমেরিকা থেকে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয়, আমরা ধ্বংসের পথে এগোচ্ছি। তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। আমরা অপেক্ষা করব, ভারত কবে নতুন বাঁধ দেয়। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই ১০ টা মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়। আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নেই, মনে রাখবেন।” এখন পাকিস্তানের সেনাপ্রধান যেভাবে আবার মিসাইল হুমকি দিয়ে বসলেন তাতে ভারতের পক্ষ থেকে কি বার্তা আসে, সেদিকেই নজর থাকবে গোটা দেশের।