প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। মাঝেমধ্যেই এই অভিযোগ করে বিরোধীরা। এমনকি তৃনমূলও সুরক্ষিত নয় বলে দাবি করে বিরোধী নেতা কর্মীরা। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, তৃনমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বেও অনেকে আক্রান্ত হয়েছেন। আর এই পরিস্থিতিতে সামনেই যখন নির্বাচন, তখন ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। যেখানে বোমার আঘাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী।
বারবার করে এই রাজ্যের বিরোধীরা দাবি করছে যে, রাজ্যে এই পরিস্থিতিতে কখনই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই গোটা বিষয়ে কেন্দ্রীয় বাহিনী এখন থেকেই মোতায়েন করা প্রয়োজন বলেই দাবি করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার ভাঙ্গড়ে উত্তপ্ত হলো পরিস্থিতি। যেখানে বোমার আঘাতে এক তৃণমূল কর্মীর হাত পুড়ে গিয়েছে বলে খবর। যে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আইএসএফের বিরুদ্ধে।
সূত্রের খবর, গতকাল রাতে ভাঙ্গড়ের চর্মনগরী এলাকা থেকে ফিরছিলেন তৃণমূল কর্মী কামাল পুরকাইত। অভিযোগ, পুরাতন পাগলা হাট এলাকায় আইএসএফ কর্মী সেই তৃণমূল কর্মীকে লক্ষ করে বোমা ছোড়ে। আর সেই ঘটনাতেই আহত হয়েছেন সেই তৃণমূল কর্মী। যদিও বা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা সেই অভিযোগ সম্পূর্ণ রুপে অস্বীকার করা হয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো, তাতে রীতিমত চিন্তা বাড়ছে রাজনৈতিক মহলে।