প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দেখতে পাওয়া গিয়েছিল যে, তৃণমূল থেকে প্রচুর নেতা নেত্রী বিজেপিতে যোগদান করতে শুরু করেছিলেন। যার ফলাফল যে খুব একটা ভালো হয়নি, তা পরবর্তীতে উপলব্ধি করেছিল রাজ্য বিজেপি। তাই এবার সেই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তৃণমূলের কেউ যদি যোগদান করতে চায়, রাতারাতি তাকে যে দলে নিয়ে নেওয়া হবে না, তা ইতিমধ্যেই বিজেপির গোপন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী স্পষ্ট হয়ে গিয়েছে। তবে ২৬ এর নির্বাচনের আগে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আর সেই খবর সামনে আসার পরেই রীতিমত জল্পনা বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

ইতিমধ্যেই বেশকিছু মহল থেকে খবর পাওয়া যাচ্ছে যে, তৃণমূলের ভেতরে অনেকেই আবার বিজেপিতে যোগদানের জন্য ইচ্ছা প্রকাশ করছেন। তবে বিজেপি কাদের দলে নেবে, তা নিয়েও একটা বড় প্রশ্ন রয়েছে। আর এসবের মধ্যেই উত্তর ব্যারাকপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গেলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। দীর্ঘদিন ধরেই এই তৃণমূল কাউন্সিলর দলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা অর্জুন সিংহ সেই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছে দেওয়া দলবদলের একটা বড় ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, এদিন যার বাড়িতে অর্জুন সিংহ গিয়েছিলেন, তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। স্বাভাবিকভাবেই সেই তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামী যদি ২৬ এর আগেই বিজেপিতে যোগদান করেন, তাহলে তৃণমূল যে অত্যন্ত ব্যাকফুটে পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি জল্পনাকে সত্যি করে তারা বিজেপিতে যোগদান করবেন বলেও জানিয়ে দিয়েছেন। একইভাবে অর্জুন সিংহ পৌষ মাস শেষেই তৃণমূলে বড় ভাঙ্গনের হুশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।