প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙ্গড়। যেখানে তৃণমূলের রজ্জাক খান নামে এক ব্যক্তি খুনের ঘটনায় রীতিমত শাসকের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে বিরোধীরা। নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৃণমূল নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে এবং এর ফলে তৃণমূলের কর্মীরা প্রাণ হারাচ্ছেন বলেই দাবি বিরোধী শিবিরের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার একটি ভিডিও ভাইরাল হতেই বিরোধীদের প্রশ্ন যে, তাহলে কি লাশের রাজনীতির করেই ভাঙ্গরের ক্ষমতা নিজেদের হাতে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস?

জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে, তিনি বলছেন, “আরও ৫ জন খুন হলেও ২৬ এর ভোটে ভাঙ্গড়ে আমরাই জিতব। রজ্জাক খান খুনে তৃণমূল বা আইএসএফ, যেই যুক্ত থাক, গ্রেপ্তার হবে।” যদিও বা শওকত মোল্লার ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু মিডিয়া। তবে ভাইরাল হওয়া ভিডিও এবং তার বক্তব্যকে কেন্দ্র করে শওকত মোল্লা এবং তার দলকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা।

ইতিমধ্যেই গোটা বিষয়ে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের হাতিয়ার করেছে বিরোধী দল আইএসএফ। দক্ষিণ ২৪ পরগনা জেলা আইএসএফের সভাপতি আব্দুল মালেক বলেন, “লাশের ওপর দিয়ে হেঁটে ভাঙ্গরের ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল।”‌ একইভাবে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া ভাষায় আক্রমণ করেছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, এভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় নিজেদের লোক বা বিরোধী কর্মীদের খুন করে হলেও ক্ষমতা দখল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে এবার জনতা জেগে উঠেছে। তাই তৃণমূলের মানুষ মেরে ক্ষমতা দখলের এই চক্রান্ত ব্যর্থ হবে বলেই দাবি বিরোধী শিবিরের।