প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সাত সকালে যখন ব্যস্ত অফিস পাড়া, যখন হাইকোর্টে বিভিন্ন আইনি কাজ নিয়ে প্রচুর মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তার রায় কি হবে, তার দিকে চেয়ে রয়েছেন অনেকে, ঠিক তখনই সেই হাইকোর্ট চত্বরেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। যেখানে দুই মহিলা গায়ের রীতিমত কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করলেন। কিন্তু তাদের দাবি কি? হঠাৎ করে তারা কেন হাইকোর্টের মত এত গুরুত্বপূর্ণ জায়গায় এই ভয়ংকর কেলেঙ্কারি কান্ড ঘটিয়ে বসলেন? ইতিমধ্যেই গোটা ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়েছে আদালত চত্বরে।

কি ঘটনা ঘটেছে? এসআইআর নিয়ে যখন গোটা বাংলা উত্তাল, ঠিক তখনই এদিন হাইকোর্ট চত্বরে ঘটে যায় আরও এক ভয়ঙ্কর ঘটনা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সমবায় সমিতির সদস্য দুই মহিলা এদিন হাইকোর্টের চত্বরে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। তাদের দাবি, সমবায় নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে হাইকোর্ট ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেও, এখনও পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে সেই সমবায় সমিতির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে দুই মহিলার। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সেই সমবায় সমিতি মোটা টাকা তুললেও, তা তাদের দেওয়া হচ্ছে না। আর এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই আজ আদালতের সামনে রীতিমত গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন দুই মহিলা।

ইতিমধ্যেই যে দুই মহিলা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছেন, তাদের উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। তবে একেবারে ব্যস্ততম সময়ে এইভাবে কলকাতা হাইকোর্টের বাইরে দুই মহিলা যেভাবে সমবায় সমিতির ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করলেন, তাতে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।