অপারেশন সিদুরের পর এবার অপারেশন মহাদেব! পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের নিকেশ!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে, তাতে গোটা দেশ তো বটেই, গোটা বিশ্ব পর্যন্ত শিউরে উঠেছিল। যেভাবে বেছে বেছে পর্যটকদের শুধুমাত্র ধর্মীয় কারণে খুন করেছে জঙ্গিরা, তাতে সেই জঙ্গিদের নিকেশ করার পক্ষে গোটা দেশজুড়ে দাবি উঠেছিল। এমনকি পাকিস্তানকে শিক্ষা দিয়ে ভারতের পক্ষ থেকে চালানো হয়েছিল অপারেশন সিঁদুর। যার ফলে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছিল। তবে যারা এই পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত ছিলেন, সেই সমস্ত জঙ্গিদের শাস্তি হয়েছে কি, এই প্রশ্ন অনেকের মধ্যেই ছিল। তবে এবার সেই জঙ্গিদের শায়েস্তা করতে অপারেশন মহাদেব চালানো হলো।

 

 

 

জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের পর এবার ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো হয়েছে অপারেশন মহাদেব। কিন্তু কেন এই নতুন অপারেশন? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, পহেলগাঁওয়ে যে হামলা হয়েছে এবং সেখানে যে সমস্ত জঙ্গিরা জড়িত ছিলেন, তাদের নিকেশ করতেই ভারতীয় সেনার পক্ষ থেকে এই অপারেশন মহাদেব চালানো হয়েছে। ইতিমধ্যেই শ্রীনগরে ৩ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। যার মধ্যে ২ জন এই পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত ছিলেন বলেই খবর পাওয়া যাচ্ছে।

 

 

 

আরও কোনো জঙ্গি কোথাও ঘাঁটি গেড়ে রয়েছে কিনা, তার জন্যও তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। অর্থাৎ কোনোভাবেই যে জঙ্গিদের রেয়াত করা হবে না, তা এই পহেলগাঁওয়ের হামলার ঘটনার পরেই অপারেশন সিদুর চালিয়েই স্পষ্ট করে দিয়েছিল ভারত। কিন্তু যারা সেই হামলার সঙ্গে জড়িত ছিলেন, যারা মানুষের মৃত্যুতে খুশি হয়েছিলেন, সেই সমস্ত জঙ্গিদের নিকেশ করার প্রয়োজন ছিল। তাই অবশেষে অপারেশন মহাদেব চালিয়ে সেই পহেলগাঁওয়ের হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের শায়েস্তা করার পথ বেছে নিল ভারতীয় সেনা। যার ফলে সেনাবাহিনীর এই নতুন অপারেশনকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।