প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গুজরাটে শ্রমিকের কাজ করছিলেন, কিন্তু পুলিশের ধরপাকড় শুরু হওয়ায় বাংলাদেশে ফেরার ছক কষছিলেন আট বাংলাদেশি অনুপ্রবেশকারী। পালানোর আগেই মুর্শিদাবাদের গৌরিবাগ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা ভারতীয় দালাল জামাল শেখ-কেও আটক করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ২৪ মে রাতে একটি ট্রেকারে অভিযান চালায়। ট্রেকারে থাকা ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয়। ধৃতদের মধ্যে রয়েছেন রাজশাহির মোহাম্মদ রবিউল ইসলাম, খুলনার ইদ্রিস শেখ, ফারজানা খাতুন ও জুলাইকা বিবি, নোরাইলের আনারুল শেখ, সাতক্ষীরার মিলন গাজি ও জেসমিন খাতুন।
পুলিশ জানিয়েছে, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং রানিনগরে বসবাস শুরু করে। সেখানে আধার, ভোটার ও রেশন কার্ডের মতো জাল নথি তৈরি করে গুজরাটে পাড়ি দেয় কাজের খোঁজে। কিন্তু গুজরাট, হরিয়ানা ও রাজস্থানে বাংলাদেশিদের ধরপাকড় বাড়ায়, তারা আতঙ্কে মুর্শিদাবাদে ফিরে আসে এবং বাংলাদেশে পালানোর পরিকল্পনা শুরু করে।
বহরমপুরে কিছুদিন লুকিয়ে থাকার পর ট্রেকারে করে রানিনগরের দিকে রওনা হলে, পথেই পুলিশ তাদের ধরে ফেলে। রানিনগর হয়ে দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ফের বাংলাদেশে ঢোকার পরিকল্পনা ছিল।
পুলিশ তাদের আজ লালবাগ মহকুমা আদালতে হাজির করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করবে। মামলার তদন্ত চলছে।