প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক সময় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ছিলেন বিদেশ সফরের ভক্ত। তাঁদের বিদেশ ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলত, নিত শিরোনামে জায়গা। কিন্তু সময়ের সঙ্গে যেন বদলে গেছে এই জনপ্রিয় জুটির জীবনদর্শন। বর্তমানে তাঁরা বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। বিদেশ নয়, এখন তাঁদের সময় কাটে মন্দিরে, সাধুসঙ্গ ও আচার-অনুষ্ঠানে। সংসার-জীবনের মোহ ছাড়িয়ে তাঁরা যেন খুঁজে নিচ্ছেন অন্তরাত্মার শান্তি।

সম্প্রতি বিরুষ্কাকে দেখা গেছে অযোধ্যার হনুমান গড়িতে পুজো দিতে। একেবারে সাধারণ পোশাকে, নির্লিপ্ত ভঙ্গিতে তাঁরা উপস্থিত ছিলেন মন্দির প্রাঙ্গণে। তাঁদের সঙ্গে দেখা করেন মহন্ত জ্ঞান দাসের উত্তরসূরী সঞ্জয় দাস এবং পুরোহিত হেমন্ত দাস পুজোর দায়িত্বে ছিলেন। সঞ্জয় দাস জানান, বিরাট ও অনুষ্কার মধ্যে ঈশ্বর, সনাতন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁরা ভগবান রাম লালার ও হনুমানজির দর্শন নেন এবং পৌরাণিক বিষয় নিয়েও আলোচনা করেন।

এর আগে তাঁরা বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের সৎসঙ্গে যোগ দেন। সেখানে তাঁরা সন্তান ভামিকা ও আকাইকে নিয়েও উপস্থিত ছিলেন। প্রেমানন্দজির সঙ্গে একান্ত আধ্যাত্মিক কথোপকথনের সময় বিরাট বলেন, “এখন ঠিক আছি।” এই সফর তাঁদের জীবনে শান্তির বার্তা এনে দেয়। চলতি বছরে এটা তাঁদের দ্বিতীয় বৃন্দাবন সফর; প্রথমবার গিয়েছিলেন জানুয়ারিতে।

২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। তাঁদের কন্যা ভামিকা জন্মায় ২০২১ সালের জানুয়ারিতে, আর ছেলে আকাই আসে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। বর্তমানে বিরাট আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন এবং ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অনুষ্কা শেষবার অভিনয় করেছিলেন ২০২২ সালের ‘কালা’ ছবিতে।