প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুর্শিদাবাদের দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। দৌলতাবাদ হাইস্কুলে ভোটগ্রহণ চলাকালীন সিপিএম-কংগ্রেস জোট এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে, পুলিশকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।

জানা গেছে, সমবায় সমিতির ৪৩টি আসনের মধ্যে এবারে সিপিএম ২১টি এবং কংগ্রেস ২২টি আসনে প্রার্থী দেয়। শুরুর দিকে ভোট শান্তিপূর্ণ ছিল। তবে অভিযোগ, তৃণমূল আশ্রিত বহিরাগতরা লাঠিসোটা নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালায় এবং ভোটারদের ভয় দেখিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয়। বিভিন্ন রাস্তায় বাঁশ ও গাছ ফেলে পথ অবরোধ করা হয় যাতে ভোটাররা কেন্দ্রে পৌঁছাতে না পারেন।

সিপিএম ও কংগ্রেসের তরফে দাবি, তাঁদের প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চললেও পুলিশ প্রথমে নিষ্ক্রিয় ছিল। পরিস্থিতি যখন পুরোপুরি উত্তপ্ত হয়ে ওঠে, তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের চিকিৎসা চলছে।

এই ঘটনার জেরে গোটা দৌলতাবাদ এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সিপিএম-কংগ্রেস জোট ঘটনার নিন্দা করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। অপরদিকে, তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।