প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে। বিভিন্ন রাজনৈতিক সমীকরণ সামনে আসতেই চাপে পড়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে আক্রমণ করছেন, তাতে তিনি এমনিতেই অস্বস্তিতে রয়েছেন। তবে এবার সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের বৈঠকের ছবি সামনে আসতেই বড়সড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কি ঘটনা ঘটেছে?
বস্তুত, এমনিতেই উত্তরবঙ্গের রাজনীতিতে তৃণমূল এখন প্রশ্নের মুখে। ২০২১ এর বিধানসভা হোক বা ২০২৪ এর লোকসভা, উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি। আর এই উত্তরবঙ্গেই অত্যন্ত নির্ণায়ক শক্তি হিসেবে পরিচিত গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল নিজাম প্যালেসে সেই গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং এবং রোশনন গিরি শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। যেখানে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে বলেই খবর। তবে কি নিয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে রাজনৈতিক বিষয়েই যে দুই পক্ষের মধ্যে এই আলোচনা, তা বুঝতে বাকি নেই বিশেষজ্ঞদের। অনেকে বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে উত্তরবঙ্গে তৃণমূলকে আরও চাপে ফেলে দিয়ে আসন সমঝোতা নিয়েই দুই পক্ষের মধ্যে এই বৈঠক হতে পারে।
বলা বাহুল্য, পাহাড়ে অশান্তির পর থেকে দীর্ঘদিন ধরেই অজ্ঞাতবাস ছিলেন এই বিমল গুরুং। পরবর্তীতে তিনি তৃণমূলের সঙ্গে থাকার বার্তা দিলেও, পরিস্থিতি আবার পাল্টে যায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে দেখা যায় তাকে। আর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যখন আর কয়েক মাস বাকি, ঠিক তখনই কলকাতায় সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বিমল গুরুংয়ের সাক্ষাৎ উত্তরের রাজনীতিতে তৃণমূলের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।