প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নেপালে উন্মত্ত জনতা যেভাবে বিক্ষোভ শুরু করেছে, তাতে সরকারি সম্পত্তি একের পর এক ধ্বংস হতে শুরু করেছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন, কিছুই উন্মত্ত বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মত ঘটনা ঘটছে। প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীদের বাসভবন পর্যন্ত সুরক্ষিত নয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে দুপুরেই পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে উন্মত্ত জনতার যে রোষ আছড়ে পড়ছে, যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে, তার ফলে এবার পদত্যাগ করলেন নেপালের রাষ্ট্রপতিও।
প্রসঙ্গত, আজ দুপুরেই পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আর এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, বিক্ষোভকারীদের উন্মত্ত বিক্ষোভ এবং যেভাবে নেপালে হিংসা ছড়িয়ে পড়ছে, তার পরিপ্রেক্ষিতে এবার পদত্যাগ করলেন নেপালের রাষ্ট্রপতিও। জানা গিয়েছে, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ চাপ ভয়ংকর জায়গায় পৌঁছেছে এবং বিক্ষোভকারীরা যেভাবে বিক্ষোভ করছে, তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার কারণেই যে রাষ্ট্রপতিও পদত্যাগ করলেন, তা বলার অপেক্ষা রাখে না।
বিশেষজ্ঞদের মতে, প্রথমে শ্রীলংকা এবং তারপর বাংলাদেশে এভাবেই জনতার বিক্ষোভ শুরু হয়েছিল। যার ফলে সেখানকার সরকার পড়ে যায়। আর এবার নেপালেও এই একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। উন্মত্ত জনতা যেভাবে নেপালকে বিক্ষোভের মুখে ফেলে দিয়েছে, যেভাবে প্রশাসনকে টলিয়ে দিয়েছে, তার ফলে একের পর এক মন্ত্রীরা প্রাণভয় নিয়ে পালানোর চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করেছেন। আর এবার বিক্ষোভকারীদের উন্মত্ত রোষের কাছে মাথানত করে পদত্যাগ করলেন রাষ্ট্রপতিও।
