প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই তৃণমূল রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। আতঙ্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বিএলও সুরক্ষা রক্ষা কমিটির নামে পেছন থেকে তৃণমূল নেতারা তাদের মদত দিয়ে সিইও অফিসের সামনে রীতিমত অসভ্যতা চালাচ্ছেন বেশ কিছুদিন ধরে। অন্তত তেমনটাই অভিযোগ করছে বিরোধীরা। তবে আজ এসআইআর সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সময় চেয়ে সেখানে এসেছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। তবে তারা প্রবেশের পথে শুভেন্দুবাবু এবং বিজেপির অন্যান্য বিধায়কের সঙ্গে যে অসভ্যতা অধিকার রক্ষা কমিটি বা তৃণমূলের বাহিনীরা করলো, তাতে সিইও দপ্তরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথায় এই রাজ্যের পুলিশ, কোথায় তাদের অতি সক্রিয়তা? কেন তারা এই ক্ষেত্রে নীরব, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এসবের মধ্যেই এবার বিএলও অধিকার রক্ষা কমিটির নামে তৃণমূলের নেতারা যে অসভ্যতা সিইও অফিসের সামনে আজ করেছিলেন, তার পাল্টা জবাবও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা এই অসভ্যতা করেছিলেন, তাদের উদ্দেশ্যে পাল্টা চোর, চোর স্লোগান দিয়ে ময়দান ছাড়লেন তিনি।
এই রাজ্যে এসআইআর হওয়ার কারণে তৃণমূল এমনিতেই যথেষ্ট চিন্তায় রয়েছে। তারা জানে যে, অবৈধ ভোটারদের নাম বাদ গেলে তারা আর ক্ষমতায় টিকে থাকবে না। আর সেই কারণে সিইও দপ্তরের ওপর চাপ বজায় রাখতে বিএলও অধিকার রক্ষা কমিটির নামে তৃণমূলের নেতারা সেখানে রীতিমতো অসভ্যতা করে চলেছেন। তবে আজ এসআইআর সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে তাদের অভাব অভিযোগ জানাতে সিইও দপ্তরের কাছে সময় চেয়ে সেখানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা। তবে শুভেন্দুবাবুকে দেখেই তৃণমূলের মদতে যারা সেই সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, যারা তাদের বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য বলে দাবি করছেন, তারা রীতিমত শুভেন্দুবাবুকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তবে সেই সময় অবশ্য কিছুই বলেননি রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু সিইও দপ্তরে তাদের দাবি পেশ করে বাইরে আসার পর যারা এই সমস্ত বিক্ষোভ দেখিয়েছেন, তাদের মুখে রীতিমত ঝামা ঘষে দিলেন শুভেন্দু অধিকারী।
এদিন সিইওর দপ্তরে গিয়ে বাইরে লাগাতার যেভাবে বিক্ষোভ চলছে এবং যেভাবে মাইক টাঙিয়ে এই ধরনের অসভ্যতা কিছু মানুষ করছেন, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এক্ষেত্রে কেন পুলিশের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের সিইওর সামনে তার অফিসের সুরক্ষাও যে নিশ্চিত নয়, সেই কথাও ব্যাক্ত করেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তারপরেই বাইরে বেরিয়ে তিনি যখন আসেন, তখন আবার তৃণমূলের পক্ষ থেকে সেই যে বিএলও অধিকার রক্ষা কমিটির রয়েছে, তারা আবার শুভেন্দুবাবুকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। আর তারপরেই তৃণমূলকে সর্বদা যে চোর, চোর বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা, এদিনও সেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে নিজের গাড়ি থেকেই চোর, চোর স্লোগান দিয়ে রীতিমত প্রেস্টিজে ফেলে দেন শুভেন্দু অধিকারী।