প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ তাহেরপুরের সভায় এসআইআর আবহে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, তার দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। প্রতিকূল আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার নামতে পারেনি। তবে তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। তবে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে বিজেপির একের পর এক নেতৃত্বরা সেই মঞ্চে বক্তব্য রাখেন। আর সেখানেই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীই যে প্রধান গ্যারেন্টার বাংলার উন্নয়নের ক্ষেত্রে, তা স্পষ্ট করে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলার হৃতগৌরব পুনরুদ্ধারের ক্ষেত্রে এই তোষণবাজ এবং দুর্নীতিবাজ সরকারকে তুলে ফেলার আহ্বান জানান তিনি।

এখনও পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রত্যেকটি রাজনৈতিক দলের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে যে, বাংলায় ভোট আসছে। আর এবার বিজেপি মরণ বাচন লড়াই করতে চাইছে। ২০২১ এ তারা বিরোধী দলের ক্ষমতা দখল করেছিল। তবে এবার পশ্চিমবঙ্গ দখল যে শুধু রাজ্য বিজেপি নয়, কেন্দ্রীয় বিজেপির কাছেও প্রধান টার্গেট, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিহার জয়ের দিনেই প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে দিয়ে। স্বাভাবিকভাবেই আজ তাহেরপুরে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে কোন সুর বেঁধে দেন, তার দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। আর প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি বক্তব্য রাখার আগেই সেই সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন নদীয়ার তাহেরপুরের সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “নরেন্দ্র মোদীজি কলকাতাতে মেট্রোর উদ্বোধনে বাংলার শিল্পায়ন, বাংলার শিক্ষা, সংস্কৃতিকে পুনরুদ্ধার করবার জন্য, পরিবর্তনের সংকল্প নেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করেছেন। আমি আশা করব, ২৬ এর নির্বাচনে আপনারা সেই পরিবর্তন পশ্চিমবঙ্গে আনবেন। পশ্চিমবঙ্গ থেকে এই যে অপশাসন, কুশাসন, চুরি, দুর্নীতি, শোষণবাজ, তোষণবাজ সরকার, তাকে আপনারা তুলে ফেলে দেবেন। মোদীজি রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই।”