প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে প্রশাসন বলে যে আর কিছু নেই, তা বেলডাঙ্গার ঘটনার মধ্যে দিয়ে আরও একবার প্রমাণ হয়ে গেল। যেখানে একটি অংশের মানুষ সকাল থেকে বিক্ষোভ চালাচ্ছে, আইন হাতে তুলে নিচ্ছেন, এমনকি সমস্ত সীমা লংঘন করে তারা সংবাদমাধ্যমের কর্মীর ওপরেও হামলা করতে বাকি রাখলেন না। তারপরেও কোথায় পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য আর কত নীচে নামবে এই রাজ্যে শাসক দল এবং তাদের অনুগত প্রশাসন, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এসবের মধ্যেই এবার এক বেসরকারি সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকের
ওপর আক্রমণের ঘটনায় রীতিমত গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে এই উন্মত্তরা সংবাদমাধ্যমের ওপরেও হামলা এবং আক্রমণ চালাচ্ছে, তাকে ধিক্কার জানালেন তিনি।

প্রসঙ্গত, আজ সকাল থেকেই খবরের শিরোনামে উঠে এসেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা। যেখানে ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আইন হাতে তুলে নিয়েছেন কিছু মানুষ। সকাল থেকেই মরদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। এমনকি ট্রেন পর্যন্ত অবরোধ করে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই রাজ্যের প্রশাসন শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য তাদেরকে এইরকম বিধ্বংসী আন্দোলন করার ক্ষেত্রে প্রশ্রয় এবং উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করছে বিরোধীরা। আর এসবের মধ্যেই সেই বেলডাঙায় আক্রান্ত হতে হয়েছে বেসরকারি সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিক সোমা মাইতিকে। যে ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। আর সেই বিষয় নিয়েই এবার সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী।

এদিন নদীয়ায় পরিবর্তন সংকল্প সভার পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই মহিলা সাংবাদিকের ওপর হামলার ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “সোমা মাইতি একজন মহিলা এবং অত্যন্ত কর্তব্য নিষ্ঠা সহকারে কাজ করেন, আমি যতটুকু চিনি এবং জানি। তার ওপর যে ধরনের আক্রমণ হয়েছে, তাতে প্রমাণ হয়ে গিয়েছে, এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তারা সুরক্ষিত নয়। তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তৃণমূল পন্থী চ্যানেল হতে পারেন, তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন। কারোরই ছাড় নেই এদের হাতে। এই উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারওরই ছাড় নেই। আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর ঘটনা যদি শুক্রবার ঘটে থাকে, তাহলে পুলিশের কোনো সহযোগিতা পাবেন না, এটা পুলিশ মন্ত্রী বলে গিয়েছেন।”