প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত বছর আগস্ট মাসে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেভাবে উন্মত্ত জনতার বিক্ষোভ সামনে এসেছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে নেপালে। নেপালেও সেই বাংলাদেশের মত একেবারে কার্বন কপি লক্ষ্য করা গিয়েছে। যেখানে উন্মত্ত জনতার বিক্ষোভের ফলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। গতকাল থেকে নেপাল সেনার অধীনে চলে গিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার বাসভবনে ঢুকে তান্ডব চালিয়েছিলেন কিছু উন্মত্ত জনতা, সেই একই ঘটনাই এবার দেখা গেল নেপালেও। বাংলাদেশের মত নেপালেও প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে লুটপাট চালানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গতকাল থেকেই নেপালের উন্মত্ত জনতার বিক্ষোভ ভয়ংকর আকার ধারণ করেছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত রেহাই পাচ্ছে না। বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ধ্বংস করতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। আর এই পরিস্থিতিতে নেপাল সেনার অধীনে চলে যাওয়ার পরেও তাণ্ডব থামছে না। এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে ঢুকে পড়লেন উন্মত্ত জনতা। বাংলাদেশের শেখ হাসিনার বাসভবনে যেভাবে তান্ডব চালানো হয়েছিল, যেভাবে সেখান থেকে জিনিসপত্র লুট করার কাজ শুরু হয়েছিল, সেই একই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে নেপালের ক্ষেত্রেও।

আর এখানেই একাংশ প্রশ্ন তুলছেন যে, একেবারে একই ছকে কিভাবে একের পর এক দেশে এই ধরনের ঘটনা ঘটছে? প্রথমে শ্রীলংকা, তারপর বাংলাদেশ এবং এবার নেপাল। বাংলাদেশে ঠিক যেভাবে প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে পড়েছিলেন কিছু মানুষ, সেখান থেকে লুটপাট চালানো হয়েছিল, সেই একইভাবে নেপালেও তো বিদ্রোহ শুরু হয়েছে! তাহলে কি এটা পরিকল্পনামাফিক একটি সংঘবদ্ধ ষড়যন্ত্র চলছে? পেছন থেকে কোনো বড় শক্তির ইন্ধন রয়েছে? ঘটনার গতিপ্রকৃতি দেখে তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা।