প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০২৬ সালে বাংলার বিধানসভা নির্বাচন। আর তার আগে আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যের একাধিক বিষয় নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সভা থেকে পাঁচটি বিষয়ের ওপর জোর দিয়ে রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন তিনি।
প্রসঙ্গত, এদিন আলিপুরদুয়ারের সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই পঞ্চবান সামনে রেখে তৃণমূল সরকারকে রীতিমত মারাত্মক চাপের মুখে ফেলে দেন প্রধানমন্ত্রী। হিংসা থেকে শুরু করে মা-বোনেদের ওপর অত্যাচার, বেকারত্ব থেকে শুরু করে দুর্নীতি, গরিবের অধিকার কেড়ে নিয়ে স্বার্থান্বেষী রাজনীতির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। যে পঞ্চবান আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সবথেকে বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন একাংশ।
এদিন আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “এভাবে সরকার চলবে? বাংলাকে ঘিরে রেখেছে অনেক সমস্যা। এক, সমাজের হিংসা ও অরাজকতা। দুই, মা-বোনের নিরাপত্তাহীনতা তাদের ওপর হতে থাকা জঘন্য অপরাধ। তিন, বাড়তে থাকা বেকারত্ব। চতুর্থ, মারাত্মক দুর্নীতি, প্রশাসনের ওপর মানুষের বিশ্বাস কমছে। পঞ্চম, গরিবের অধিকার কেড়ে নেওয়ার শাসক স্বার্থান্বেষী রাজনীতি। বাংলার মাটির চিৎকার, আর লাগবে না নির্মম সরকার।”
বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য ২০২৬ এ বিধানসভা নির্বাচনে চাপে রাখবে তৃণমূল সরকারকে। বেকারত্ব থেকে শুরু করেচাকরি চুরি, সবকিছুর মধ্যে জর্জরিত এই রাজ্য। তার মধ্যে প্রধানমন্ত্রী মত ব্যাক্তিত্ব যদি রাজ্যে এসে এইভাবে তৃণমূলকে পঞ্চবান সামনে রেখে আক্রমণ করেন, তাহলে আগামী দিন শাসক চরম বেকায়দার মুখে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।