প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে এক জনমত সমীক্ষায় যে তথ্য উঠে এলো, তাতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কপালে। যে তথ্যের মধ্যে দিয়ে প্রকাশ্যে উঠে এসেছে যে, বিহারের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে সেখানকার প্রচুর সংখ্যক যুব ভোটাররা চাইছেন তেজস্বী যাদবকে।
জানা গিয়েছে, ইঙ্কইনসাইডের পক্ষ থেকে সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি সমীক্ষা করা হয়েছিল। আর সমীক্ষায় যে ফলাফল সামনে এসেছে, তা রীতিমতো চমকে যাওয়ার মত। যেখানে দেখা যাচ্ছে, কম বয়সের ভোটাররা এবং ৬০ বছরের বেশি ভোটাররা বিহারের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবকেই সমর্থন করছেন। অন্যদিকে ৪০ থেকে ৬০ বছর বয়সের মানুষরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন নীতীশ কুমারকে। শুধু তাই নয়, তেজস্বী যাদবের দিকে ৪৫.৮ শতাংশ পুরুষ থাকলেও, নিতীশ কুমারের দিকে সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ মহিলা।
তবে বিহারে আগামী দিনে ক্ষমতায় আসার ক্ষেত্রে এনডিএর দিকেই বেশি সংখ্যক মানুষের সমর্থন রয়েছে বলে এই সমীক্ষক সংস্থার প্রকাশিত তথ্যে উঠে এসেছে। যেখানে যুবদের পক্ষ থেকে ৪৪.৬ শতাংশ ভোটার এনডিএ সরকারের দিকেই সমর্থন দিয়েছেন। তবে বিরোধী জোটের পক্ষে যুবদের মধ্যে ৩৯.৫ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্রশান্ত কিশোর যে জন সূরুজ পার্টি গঠন করেছিলেন, তার দিকে ০.৭৬ শতাংশ যুবদের সমর্থন রয়েছে বলে উঠে এসেছে এই সমীক্ষক সংস্থা রিপোর্টে।
বিশেষজ্ঞরা বলছেন, ভোটে কি হবে, তা সময় বলবে। সমীক্ষক সংস্থাগুলো রিপোর্ট সামনে আনে নির্বাচনের আগে। তবে সেই রিপোর্ট দিয়ে সবসময় বাস্তবের রূপ নেবে, তা নয়। তবে নির্দেশ কুমারের থেকে বিহারের যুব সম্প্রদায়ের একটা বড় অংশ যে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবকে চাইছে, তা এই রিপোর্টের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে বিশিষ্ট সমীক্ষক সংস্থার এই রিপোর্ট নিঃসন্দেহে কিছুটা হলেও চিন্তায় রাখছে নীতিশ কুমারকে।