প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-পাক যুদ্ধের আবহের সময় ভুলবশত পাক ভূখণ্ডে প্রবেশ করেছিলেন বাঙালি জওয়ান পূর্নম কুমার সাউ। পরবর্তীতে ভারতের চাপের কাছে মাথা নত করে সেই জওয়ানকে মুক্তি দেয় পাকিস্তান। তবে এতদিন মুক্তি পেলেও তিনি বাড়ি ফিরতে পারেননি। কারণ তার শারীরিক পরীক্ষা সহ বেশ কিছু প্রক্রিয়া ছিল। আর অবশেষে ভারতের চাপের কাছে মাথা নত করে পাকিস্তান বাঙালি জওয়ান পুর্নম সাউকে ছেড়ে দেওয়ার পর এবার সেই জওয়ান আজ বাড়ি ফিরতে চলেছেন।
জানা গিয়েছে, পাকিস্তান থেকে ছাড়া পাওয়ার নয় দিন পর এবার হুগলির রিষড়ায় নিজের বাড়িতে ফিরতে চলেছেন বাঙালি জওয়ান পূর্ণম কুমার সাউ। যার ফলে তার পরিবার এখন অপেক্ষায় রয়েছে। শুধু তার পরিবার নয়, এলাকাবাসী থেকে শুরু করে গোটা জেলা, এমনকি গোটা রাজ্য অপেক্ষায় রয়েছেন ঘরের ছেলের জন্য। জানা গিয়েছে, আজ বিকেল পাঁচটায় তিনি নিজের বাড়িতে ফিরবেন। স্বাভাবিকভাবেই তার ছোট্ট সন্তান থেকে শুরু করে স্ত্রী এবং পরিবারের সকল সদস্যরা রীতিমত শত্রু দেশের হাত থেকে মুক্তি পাওয়ার পর তাকে একবার দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
সকলেই বলছেন, পরিবারের কাছে এই আবেগ অত্যন্ত স্বাভাবিক। যেভাবে যুদ্ধের আবহের পরিস্থিতির সময় পাকিস্তানে দীর্ঘদিন আটকেছিলেন এই বাঙালি জাওয়ান, তাতে তার নিরাপত্তা থেকে শুরু করে শারীরিক সুস্থতা নিয়ে দীর্ঘ উৎকণ্ঠা তৈরি হয়েছিল রাজ্যবাসীর মধ্যে। অবশেষে ভারত সরকারের চাপের কাছে মাথা নত করে সেই বাঙালি জওয়ানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। আর সেই বার সেই বীর সন্তান নিজের পরিবারের কাছে ফিরতে চলেছেন। যা অবশ্যই গর্ব এবং আনন্দের কারণ বলেই মনে করছেন সকলে।