প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক হেভিওয়েটকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাসক দলের অনেক নেতার নাম সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে যায়। আর এই পরিস্থিতিতে এবার ইডির পক্ষ থেকে তলব করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অম্বরিশ সরকারকে।

সূত্রের খবর, ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূলের সভাপতি অম্বরিশ সরকারকে। আর আজ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন বলেই খবর। যেখানে তাকে জেরা করার কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।