এখন পড়ছেন
হোম > রাজ্য > বিক্ষুব্ধ তৃণমূলীদের জন্য সুখবর শুনিয়ে ভোটের আসর জমিয়ে দিলো বিজেপি।

বিক্ষুব্ধ তৃণমূলীদের জন্য সুখবর শুনিয়ে ভোটের আসর জমিয়ে দিলো বিজেপি।


বিক্ষুব্ধ তৃণমূলীদের জন্য সুখবর শুনিয়ে ফায়দা নিতে প্রস্তুত বিজেপি। পঞ্চায়েতে লড়তে চান সকালেই কিন্তু দল সবাইকে টিকিট দেয়নি।ফলে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন জমা দিয়েছে বিক্ষুব্ধ তৃণমূলীরা। সেই সংখ্যাটাও নেহাত কম নয়। মনোনয়ন তুলে নেবার জন্যও দলের তরফ থেকে নেতা নেত্রীরা প্রার্থীদরে বোঝাতে কসুর করছেন না কিছু ক্ষেত্রে বুঝিয়ে কাজ না হলে ধম্কানোও হচ্ছে বলা খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার সেই সব প্রার্থী যারা মনোনয়ন জমা দিয়েছেন অথচ দলের প্রতীক পাননি তাদের জন্য সুখবর দিলো বিজেপি। তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে ভোটের আসর জমিয়ে দিলো বিজেপি। আজ কোচবিহারে দলের জেলা সভাপতি নিখিলরঞ্জন দে ঘোষণা করলেন যে বিক্ষুব্ধ তৃণমূলীদের পদ্ম-প্রতীক দেওয়া হবে এমনই ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি জানান যে সব জায়গার বিক্ষুব্ধ তৃণমূলীদের সাদরে আমন্ত্রণ জানানো হলো যদিও যেখানে বিজেপি প্রার্থী দিতে পারেনি বা পার্টি দেবার পরেও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন প্রার্থী সেখানে বিক্ষুব্ধ তৃণমূলীদের পদ্ম-প্রতীকে ভোটে লড়ার সুযোগ দেওয়া হবে।এর ফলে বিক্ষুব্ধ তৃণমূলীদের নিয়েই যে ভোটে মাত দিতে চাইছে বিজেপি তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!